বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার জন্য আন্তর্জাতিক অর্থ, মুদ্রা ও বানিজ্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই গুরুত্বটাকে মাথায় রেখে আমরা শিক্ষার্থী এবং চাকরির পরীক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অর্থ, মুদ্রা ও বানিজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর দিয়ে আজকের পর্ব টি সাজানো হয়েছে। পরবর্তীতে আরো পর্ব তৈরি করা হবে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর ৫০টি প্রশ্নোত্তর দিয়ে। আমাদের সাথেই থাকুন এবং সাধারণ জ্ঞান বিষয়ে নিজের মেধা সমৃদ্ধ করুন।
আন্তর্জাতিক অর্থ, মুদ্রা ও বানিজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর
প্রশ্নঃ মালদ্বীপের মুদ্রার নাম কি?
উত্তর: রূপাইয়া
প্রশ্নঃ ‘ক্রজিরো’ কোন দেশের মুদ্রার নাম?
উত্তর: ব্রাজিল
প্রশ্নঃ ‘পেসো’ কোন দেশের মুদ্রার নাম?
উত্তর: ফিলিপাইন
প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশ ইউরো মুদ্রা চালু করেছে?
উত্তর:
প্রশ্নঃ স্টেট অয়েল কোন দেশভিত্তিক বহুজাতিক কোম্পানি?
উত্তর: নরওয়ে
প্রশ্নঃ মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বব্যাংক কর্তৃক দেশগুলোর বিভাজন কতটি?
উত্তর: ৪ টি
প্রশ্নঃ ১৯৮৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানী কারক দেশ-
উত্তর: ভারত
প্রশ্নঃ AIIB- এর সদর দপ্তর কোথায়?
উত্তর: বেইজিং, চীন
প্রশ্নঃ ইথিওপিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: বির
প্রশ্নঃ এশিয়ার মুদ্রা সংকট ঘটেছিল কোন সালে?
উত্তর: ১৯৯৭
প্রশ্নঃ মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তর: Bank Negara Malaysia
প্রশ্নঃ উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুযায়ী ১৯৯০ সালে সর্ববৃহত বিক্রেতা-
উত্তর: আইবিএম
প্রশ্নঃ ১৯৯১ সালের Business International -এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার সবচেয়ে বেশি–
উত্তর: টোকিওতে
প্রশ্নঃ হাইতির মুদ্রার নাম কি?
উত্তর: গুর্দে
প্রশ্নঃ রাশিয়ার মুদ্রার নাম কি?
উত্তর: রুবল
প্রশ্নঃ লাফার্জ-হোলসিম একীভূত প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে কবে?
উত্তর: ১০ জুলাই ২০১৫
প্রশ্নঃ জাপান : ইয়েন :: মায়ানমার 😕
উত্তর: কিয়াট
প্রশ্নঃ মালয়েশিয়ার মুদ্রার নাম?
উত্তর: রিংগিট
প্রশ্নঃ জার্মানের মুদ্রার নাম কি ?
উত্তর: ইউরো
আরো পড়ুনঃ
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৫০টি প্রশ্নোত্তর : পর্ব-১
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৫০টি প্রশ্নোত্তর : পর্ব-২
প্রশ্নঃ কোন দেশের Million টাকার নোট ব্যবহার করে?
উত্তর: জিম্বাবুয়ে
প্রশ্নঃ নরওয়ের মুদ্রার নাম?
উত্তর: ক্রোনা
প্রশ্নঃ বিশ্বব্যাংক মাথাপিছু আয় পরিমাপ করে কোন পদ্ধতিতে?
উত্তর:
প্রশ্নঃ বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে ‘সকেন্ড হোম প্রোগ্রাম’ চালু হয়-
উত্তর: মালয়েশিয়া
প্রশ্নঃ আলজেরিয়ার মুদ্রার নাম—
উত্তর: দিনার
প্রশ্নঃ চীনের মুদ্রার নাম কি?
উত্তর: রেনমিনবি
প্রশ্নঃ সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি?
উত্তর: ফ্রাংক
প্রশ্নঃ ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তর: Reserve Bank of India
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম?
উত্তর: Federal Reserve Syatem
প্রশ্নঃ বেলজিয়ামের মুদ্রার নাম-
উত্তর: ইউরো
প্রশ্নঃ বাহরাইনের মুদ্রার নাম কি?
উত্তর: দিনার
প্রশ্নঃ ৮ নভেম্বর ২০১৬ ভারত সরকার কোন দুটি নোট বাতিল করে?
উত্তর: ৫০০ এবং ১০০০
প্রশ্নঃ বাংলাদেশের মূল্য সংযোজন কর কোন অর্থবছরে চালু হয় ?
উত্তর: ১৯৯১-৯২ সালে
প্রশ্নঃ AIIB- তে সর্বাধিক শেয়ার কোন দেশের?
উত্তর: চীন
প্রশ্নঃ BRICS ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ কত?
উত্তর: ৫ বছর
প্রশ্নঃ সুইডেনের মুদ্রার নাম কি?
উত্তর: ক্রোনা
প্রশ্নঃ ‘ইয়েন’ কোন দেশের মুদ্রা?
উত্তর: জাপান
প্রশ্নঃ গুলট্রাম মুদ্রাটি কোন দেশের?
উত্তর: ভুটানের
প্রশ্নঃ উজবেকিস্তানের মুদ্রার নাম–
উত্তর: সোম
প্রশ্নঃ £ প্রতীক কোন দেশের মুদ্রা নির্দেশ করে?
উত্তর: UK
প্রশ্নঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ধারণা প্রথম সূচি হয় কখন?
উত্তর:
প্রশ্নঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দাপ্তরিক ভাষা কোনটি?
উত্তর: ইংরেজি, ফরাসী ও স্পেনীয়
প্রশ্নঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য কতটি দেশ?
উত্তর: ১৯০
প্রশ্নঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্তমান মহাপরিচালক কে?
উত্তর: ক্রিস্তালিনা জর্জিয়েভা
প্রশ্নঃ Jetsam এর অথ কি?
উত্তর: নিক্ষিপ্ত পণ্য
প্রশ্নঃ পুনঃরপ্তানির বন্দরকে বলা হয়?
উত্তর: Entrepot
প্রশ্নঃ কমেকন(Comecon) কোন ধরনের জোট ছিল?
উত্তর: অর্থনৈতিক
প্রশ্নঃ GATT চুক্তি স্বাক্ষর হয়-
উত্তর: ১৯৪৭
প্রশ্নঃ BRICS এর ধারণা প্রধানকারী ব্যাংক-
উত্তর: Goldman Sachs
প্রশ্নঃ এশীয় উন্নয়ন ব্যাংকের ৬৮ তম সদস্য দেশ কোনটি?
উত্তর: নিউ দীপপুঞ্জ
প্রশ্নঃ এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট কোন দেশ থেকে হয়ে থাকেন?
উত্তর: জাপান