বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার জন্য আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই গুরুত্বটাকে মাথায় রেখে আমরা শিক্ষার্থী এবং চাকরির পরীক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর দিয়ে আজকের পর্ব টি সাজানো হয়েছে। পরবর্তীতে আরো পর্ব তৈরি করা হবে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর ৫০টি প্রশ্নোত্তর দিয়ে। আমাদের সাথেই থাকুন এবং সাধারণ জ্ঞান বিষয়ে নিজের মেধা সমৃদ্ধ করুন।
আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর
প্রশ্নঃ নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরাবার জন্য ঋণ দেয়–
উত্তর: IMF
প্রশ্নঃ ইসলামী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত কত সালে গৃহীত হয়?
উত্তর: ১৯৭৩
প্রশ্নঃ কোনটি নারীর বিরুদ্ধে বৈষম্যের অবসান সম্পকিৃত সনদ?
উত্তর: CEDAW
প্রশ্নঃ ‘ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনস’ (Trans World Airlines) কোন দেশের বিমান সংস্থা?
উত্তর: যুক্তরাষ্ট্র
প্রশ্নঃ কোন দেশটির Organization of Islamic Conference(OIC)-এ পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে?
উত্তর: থাইল্যান্ডের
প্রশ্নঃ আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোন দেশে অবস্থিত?
উত্তর: নেদারল্যান্ড
প্রশ্নঃ সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকা
প্রশ্নঃ ‘অরবিস’ কি?
উত্তর: উড়ন্ত চক্ষু হাসপাতাল
প্রশ্নঃ এশিয়া মহাদেশের কমনওয়েলথ এ সদস্য সংখ্যা-
উত্তর: ৮
প্রশ্নঃ কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: রোম চুক্তি
প্রশ্নঃ কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
উত্তর: ৫১টি
প্রশ্নঃ The United Nations University কোন শহরে অবস্থিত?
উত্তর: টোকিও
প্রশ্নঃ সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত?
উত্তর: ১৯৮৫ সালে ঢাকায়
প্রশ্নঃ International Institute on Ageing’ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর: ভ্যালেটা
প্রশ্নঃ যুক্তরাষ্ট্র কত সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কতি বিষয়ক সংস্থা (UNESCO) থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল?
উত্তর: ১৯৮৪ সালে
প্রশ্নঃ আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট নির্বাচিত হন-
উত্তর: ৩ বছরের জন্য
প্রশ্নঃ ‘ব্রেটন উড্স ইনস্টিটিউট’ নিম্নের কোন সংস্থাকে বুঝায়?
উত্তর: আইএমএফ
প্রশ্নঃ জাতিসংঘের কার্যকারী ভাষা কোন দুটি?
উত্তর: ইংরেজি ও ফরাসি
প্রশ্নঃ UNDP-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক
প্রশ্নঃ UNEP এর সদর দপ্তর-
উত্তর: নাইরোবি
প্রশ্নঃ KLM কোন দেশের বিমান সংস্থা
উত্তর: নেদারল্যান্ড
প্রশ্নঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো-
উত্তর: বার্লিন ভিত্তিক সংস্থা
প্রশ্নঃ OPEC- ভূক্ত দেশ কয়টি?
উত্তর: ১৪
প্রশ্নঃ অক্সফাম যে দেশের প্রতিষ্ঠান–
উত্তর: ইংল্যান্ড
প্রশ্নঃ কোন দেশটি ‘আসিয়ান’ জোটভুক্ত নয়?
উত্তর: দক্ষিণ কোরিয়া
প্রশ্নঃ বিখ্যাত ‘হেরাল্ড ট্রিবিউন’ পত্রিকাটি প্রকাশিত হয়-
উত্তর: নিউইয়র্ক থেকে
প্রশ্নঃ জাতিসংঘ দিবস পালিত হয়?
উত্তর: ২৪ অক্টোবর
প্রশ্নঃ ইসলামী সহযোগিতা সংস্থা (ও আই সি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছেঃ
উত্তর: ৩
প্রশ্নঃ মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
উত্তর: উগান্ডা
প্রশ্নঃ নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয়?
উত্তর: সুইডেন
প্রশ্নঃ উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর সদস্য সংখ্যা কত?
উত্তর: ৬
প্রশ্নঃ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় হয়?
উত্তর: Belgrade(বেলগ্রেড)
প্রশ্নঃ আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
উত্তর: ১৯৪৭ সাল হতে
প্রশ্নঃ রেডক্রস প্রতিষ্ঠিত হয়-
উত্তর: ১৮৬৩ সালে
প্রশ্নঃ ইন্টারন্যাশনাল টেলিকমিউইনকেশনস ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
উত্তর: জেনেভা
প্রশ্নঃ এপেকের (APEC) সদস্য সংখ্যা কত?
উত্তর: ২১
প্রশ্নঃ জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৮২ সালে
প্রশ্নঃ মার্শাল টিটো কোন দেশের নাগরিক?
উত্তর: যুগোস্লাভিয়া
প্রশ্নঃ OIC-এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
উত্তর: ২য় শীর্ষ সম্মেলন
প্রশ্নঃ সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (SDMC) কোথায় প্রতিষ্ঠা করা হবে?
উত্তর: ভারত
প্রশ্নঃ জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন?
উত্তর: রুজভেল্ট
প্রশ্নঃ ‘বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তর: ইন্দোনেশিয়া
প্রশ্নঃ ‘মেনা’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর: মিশর
প্রশ্নঃ ECO’ এর সদর দফতর কোথায়?
উত্তর: তেহরান
প্রশ্নঃ এসপিএ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর: সৌদি আরব
প্রশ্নঃ আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectency) সবচেয়ে বেশি—
উত্তর: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
প্রশ্নঃ World Fish Center এর সদর দপ্তর কোন দেশে?
উত্তর: মালয়েশিয়া
প্রশ্নঃ বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: জেনেভা
প্রশ্নঃ ANZUS কোন ধরনের সংগঠন?
উত্তর: সামরিক
প্রশ্নঃ ‘আল আহরাম’ কোন দেশের পত্রিকা?
উত্তর: মিশর