ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি গুরুত্বপূর্ণ Rules – ১ম পর্ব

Date:

Share post:

ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি গুরুত্বপূর্ণ Rules - ১ম পর্ব

প্রতি পর্বে ২৫টি করে থাকবে  

Rule-1: শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “ন” এক্ষেত্রে K অনুচ্চারিত থাকে।

উদাহরণ: Knowledge (নলেজ) – জ্ঞান, Knight (নাইট) – অশ্ব, Knee (নী) – হাটু।

Rule-2: W এর পরে h/r থাকলে w উচ্চারণ হয় না।

উদাহরণ: Write (রাইট) – লেখা, Wrong (রং) – ভুল, Who (হু) – কে, Wrestling (রেস্টলিং) – কুস্তি।

Rule-3: শব্দের শেষে “e” থাক:লে “e” এর উচ্চারণ হয়না।

উদাহরণ: Name (নেইম) – নাম, Come (কাম) – আসা, Take (ঠেইক) – নেওয়া, Fake (ফেইক) – ভূয়া।

Rule-4: M+B পর পর থাকলে এবং B এর পর কোন Vowel না থাকলে B উচ্চারিত হয় না।

উদাহরণ: Bomb (বম) – বোমা, Comb (কৌম) – চিরুনি, Thumb (থাম) – হাতের বুড়ো আঙ্গুল, Thumbnail (থামনেল) – ছোট।

Rule-5: Word এর শেষে I G N থাকলে তার উচ্চারণ “আইন” হয়। এ ক্ষেত্রে G অনুচ্চারিত থাকে।

উদাহরণ: Design (ডিজাইন) – আকা, Resign (রিজাইন) – পদত্যাগ করা, Reign (রেইন) – রাজত্ব, Feign (ফেইন) – উদ্ভাবন করা।

Rule- 6: L+ M পর পর থাকলে এবং পরে vowel না থাকলে L অনুচ্চারিত থাকে।

উদাহরণ: Calm (কাম) – শান্ত, Alms (আমজ) – ভিক্ষা, Palm (পাম) – তালগাছ।

Rule- 7: শব্দে T থাকলে T এর পরে U থাকলে T এর উচ্চারণ “চ” এর মত হয়।

উদাহরণ: Lecture (লেকচার) – বক্তৃতা, Century (সেঞ্চুরী) – শতক, Furniture (ফার্নিচার) – আসবাবপত্র, Structure (স্ট্রাকচার) – গঠন। 

Rule-8: Consonant+ I A+ Consonant এভাবে Word গঠিত হলে, I A এর উচ্চারণ (আইঅ্যা) মত হয়।

উদাহরণ: Dialogue (ডায়ালগ) – কথোপকথন, Diamond (ডায়ামন্ড) – হীরক, Liar (লায়ার) – মিথ্যাবাদী, Liability (লাইয়াবিলিটি) – দায়।

Rule-9: I+ R+ Consonant এভাবে Word গঠিত হলে “I” এর উচ্চারণ “আই” না হয়ে “অ্যা” হয়।

উদাহরণ: First (ফার্স্ট) – প্রথম, Birth (র্বাথ) – জন্ম, Bird (বার্ড) – পাখি, Circle (সার্কেল) – বৃত্ত।

Rule-10: ৩ বর্ণ বিশিষ্ট Word এ Consonant+ I+ E এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ “আই” এর মত হয়।

উদাহরণ: Mice (মাইস) – ইদুর, Rice (রাইস) – চাউল, Wise (ওয়াইস) – বিজ্ঞ, Size (সাইজ) – আয়তন।

Rule-11: Consonant+ U+ Consonant এভাবে word গঠিত হলে U এর উচ্চারণ “আ” এর মত হয়।

উদাহরণ: Null (নাল) – বাতিল, But (বাট) – কিন্তু, Nut (নাট) – বাদাম, Cut (কাট) – কাটা।

Rule-12: I G H এর উচ্চারণে G উচ্চারিত হয় না। সেই অংশটুকুর উচ্চারণ “আই” হবে।

উদাহরণ: Night (নাইট) – রাত্র, Sight (সাইট) – দৃশ্য, Might (মাইট) – হতে পারে।

Rule-13: “I O” এর উচ্চারণ সাধারণত “আইয়” হয়।

উদাহরণ: Violet (ভাইয়লেইট) – বেগুনী রঙ, Biology (বাইয়োলজি) – জীব বিদ্যা, Biography (বাইয়োগ্রাফি) – জীবনী, Violation (ভাইয়লেশন) – ভঙ্গ।

Rule-14: Consonant এর পর “AI” এর উচ্চারণ সবসময় “এই” বা “এয়্যা” হয়।

উদাহরণ: Rail (রেইল) – রেলের লাইন, Nail (নেইল) – পেরেক, Straight (স্ট্রেইট) – সোজা।

Rule-15: O+ consonant+ U+ consonant+ A/E/I এভাবে word গঠিত হলে, U এর উচ্চারণ “ইউ” এর মত হয়।

উদাহরণ: Document (ডকিউমেন্ট) – দলিল, Procurement (প্রকিউরমেন্ট) – চেষ্টা দ্বারা পাওয়া।

Rule-16: I+ R+ E এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি word এর শেষে থাকে তবে এর উচ্চারণ “আয়্যা” হয়।

উদাহরণ: Dire (ডায়্যার) – ভয়ংকর, Mire (মায়্যার) – কাদা, Admire (এ্যাডমায়্যার) – তারিফ করা।

Rule-17: U I + consonant এরপর vowel না থাকলে U I এর উচ্চারণ “ই” এর মত হয়।

উদাহরণ: Guilty (গিল্টি) – দোষী, Guilt (গিল্ট) – দোষ, Build (বিল্ড) – নির্মাণ করা।

Rule-18: E A+ R এভাবে ব্যবহৃত হলে এবং R যদি word এর শেষ বর্ণ হয় তাহলে E A এর উচ্চারণ “ঈঅ্যা” হবে।

উদাহরণ: Dear (ডিয়্যার) – প্রিয়, Fear (ফিয়্যার) – ভয়, Bear (বিয়্যার) – বহন করা।

Rule-19: EA+ R+ consonant এভাবে word গঠিত হলে, EA এর উচ্চারণ “অ্যা” হবে।

উদাহরণ: Heart (হার্ট) – হৃদয়, Earth (আর্থ) – পৃথিবী, Earn (আর্ন) – আয় করা।

Rule-20: Consonant+ EA+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে EA এর উচ্চারণ ঈ হবে।

উদাহরণ: Feather (ফেদার) – পালক, Tread (ট্রেড) – পদদলিত করা, Leader (লিডার) – সর্দার।

Rule-21: শব্দস্থিত EE+ R এভাবে ব্যবহৃত হলে R যদি word শেষ অক্ষর হয় তাহলে EE এর উচ্চারণ “ইঅ্যা” হবে।

উদাহরণ: Peer (পিয়্যার) – সমকক্ষ, Steer (স্টিয়্যার) – হাল ধরা, Deer (ডিয়্যার) – হরিণ।

Rule-22: P+ S পরপর থাকলে এবং P এর আগে কোন vowel না থাকলে P অনুচ্চারিত থাকে।

উদাহরণ: Psyche (সাইকি) – আত্মা, Psycho (সাইকো) – মন, Psora (সৌরা) – খোসপাচঁড়া।

Rule-23: শব্দস্থিত STL এর উচ্চারণ হয় “সল্” এখানে T অনুচ্চারিত থাকে।

উদাহরণ: Bustle (বাসল্) – অতিশয় কর্ম ব্যস্ততা, Rustle (রাসল) – খসখস শব্দ, Nestle (নেসলে) – বাসা বাঁধা

Rule-24: ইংরেজি শব্দের শেষে TCH থাকলে এর উচ্চারণ হয় “চ”।

উদাহরণ: Batch (ব্যাচ) – ক্ষুদ্রদল, Match (ম্যাচ) – ক্রীড়া প্রতিযোগিতা, Scratch (স্ক্র্যাচ) – আচঁড়ের দাগ।

Rule-25: শব্দস্থিত OA+ R থাকলে, OA এর উচ্চারণ হবে “অ্য”।

উদাহরণ: Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ, Boar (বোর) – শূকর, Boat (বোট) – নৌকা, Road (রোড) – রাস্তা।

দেখুন: ২য় পর্ব 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

Prepositional Phrase কাকে বলে? চেনার উপায়।

যে Phrase বা শব্দ সমষ্টি Preposition এর কাজ করে তাকে Prepositional Phrase বলে। Preposition মূলত: Noun / Noun equivalent...

Gerund কাকে বলে? চেনার উপায় এবং এর ব্যবহার।

বাক্যে যে Verb এর শেষে ing যুক্ত হয়ে যে Verb একই সাথে Verb ও Noun-এর কাজ করে থাকে...

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ০৯ মার্চ

8৬তম বি.সি.এস পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ০৯ মার্চ ২০২৪ তারিখ, শনিবার সকাল...

বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল

বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞান কারও কাছে আগ্রহের বিষয়, কারও-বা ভয়ের কারণ। আগ্রহ বা ভয় যেটাই থাক না কেন...