প্রতি পর্বে ২৫টি করে থাকবে
Rule-1: শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “ন” এক্ষেত্রে K অনুচ্চারিত থাকে।
উদাহরণ: Knowledge (নলেজ) – জ্ঞান, Knight (নাইট) – অশ্ব, Knee (নী) – হাটু।
Rule-2: W এর পরে h/r থাকলে w উচ্চারণ হয় না।
উদাহরণ: Write (রাইট) – লেখা, Wrong (রং) – ভুল, Who (হু) – কে, Wrestling (রেস্টলিং) – কুস্তি।
Rule-3: শব্দের শেষে “e” থাক:লে “e” এর উচ্চারণ হয়না।
উদাহরণ: Name (নেইম) – নাম, Come (কাম) – আসা, Take (ঠেইক) – নেওয়া, Fake (ফেইক) – ভূয়া।
Rule-4: M+B পর পর থাকলে এবং B এর পর কোন Vowel না থাকলে B উচ্চারিত হয় না।
উদাহরণ: Bomb (বম) – বোমা, Comb (কৌম) – চিরুনি, Thumb (থাম) – হাতের বুড়ো আঙ্গুল, Thumbnail (থামনেল) – ছোট।
Rule-5: Word এর শেষে I G N থাকলে তার উচ্চারণ “আইন” হয়। এ ক্ষেত্রে G অনুচ্চারিত থাকে।
উদাহরণ: Design (ডিজাইন) – আকা, Resign (রিজাইন) – পদত্যাগ করা, Reign (রেইন) – রাজত্ব, Feign (ফেইন) – উদ্ভাবন করা।
Rule- 6: L+ M পর পর থাকলে এবং পরে vowel না থাকলে L অনুচ্চারিত থাকে।
উদাহরণ: Calm (কাম) – শান্ত, Alms (আমজ) – ভিক্ষা, Palm (পাম) – তালগাছ।
Rule- 7: শব্দে T থাকলে T এর পরে U থাকলে T এর উচ্চারণ “চ” এর মত হয়।
উদাহরণ: Lecture (লেকচার) – বক্তৃতা, Century (সেঞ্চুরী) – শতক, Furniture (ফার্নিচার) – আসবাবপত্র, Structure (স্ট্রাকচার) – গঠন।
Rule-8: Consonant+ I A+ Consonant এভাবে Word গঠিত হলে, I A এর উচ্চারণ (আইঅ্যা) মত হয়।
উদাহরণ: Dialogue (ডায়ালগ) – কথোপকথন, Diamond (ডায়ামন্ড) – হীরক, Liar (লায়ার) – মিথ্যাবাদী, Liability (লাইয়াবিলিটি) – দায়।
Rule-9: I+ R+ Consonant এভাবে Word গঠিত হলে “I” এর উচ্চারণ “আই” না হয়ে “অ্যা” হয়।
উদাহরণ: First (ফার্স্ট) – প্রথম, Birth (র্বাথ) – জন্ম, Bird (বার্ড) – পাখি, Circle (সার্কেল) – বৃত্ত।
Rule-10: ৩ বর্ণ বিশিষ্ট Word এ Consonant+ I+ E এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ “আই” এর মত হয়।
উদাহরণ: Mice (মাইস) – ইদুর, Rice (রাইস) – চাউল, Wise (ওয়াইস) – বিজ্ঞ, Size (সাইজ) – আয়তন।
Rule-11: Consonant+ U+ Consonant এভাবে word গঠিত হলে U এর উচ্চারণ “আ” এর মত হয়।
উদাহরণ: Null (নাল) – বাতিল, But (বাট) – কিন্তু, Nut (নাট) – বাদাম, Cut (কাট) – কাটা।
Rule-12: I G H এর উচ্চারণে G উচ্চারিত হয় না। সেই অংশটুকুর উচ্চারণ “আই” হবে।
উদাহরণ: Night (নাইট) – রাত্র, Sight (সাইট) – দৃশ্য, Might (মাইট) – হতে পারে।
Rule-13: “I O” এর উচ্চারণ সাধারণত “আইয়” হয়।
উদাহরণ: Violet (ভাইয়লেইট) – বেগুনী রঙ, Biology (বাইয়োলজি) – জীব বিদ্যা, Biography (বাইয়োগ্রাফি) – জীবনী, Violation (ভাইয়লেশন) – ভঙ্গ।
Rule-14: Consonant এর পর “AI” এর উচ্চারণ সবসময় “এই” বা “এয়্যা” হয়।
উদাহরণ: Rail (রেইল) – রেলের লাইন, Nail (নেইল) – পেরেক, Straight (স্ট্রেইট) – সোজা।
Rule-15: O+ consonant+ U+ consonant+ A/E/I এভাবে word গঠিত হলে, U এর উচ্চারণ “ইউ” এর মত হয়।
উদাহরণ: Document (ডকিউমেন্ট) – দলিল, Procurement (প্রকিউরমেন্ট) – চেষ্টা দ্বারা পাওয়া।
Rule-16: I+ R+ E এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি word এর শেষে থাকে তবে এর উচ্চারণ “আয়্যা” হয়।
উদাহরণ: Dire (ডায়্যার) – ভয়ংকর, Mire (মায়্যার) – কাদা, Admire (এ্যাডমায়্যার) – তারিফ করা।
Rule-17: U I + consonant এরপর vowel না থাকলে U I এর উচ্চারণ “ই” এর মত হয়।
উদাহরণ: Guilty (গিল্টি) – দোষী, Guilt (গিল্ট) – দোষ, Build (বিল্ড) – নির্মাণ করা।
Rule-18: E A+ R এভাবে ব্যবহৃত হলে এবং R যদি word এর শেষ বর্ণ হয় তাহলে E A এর উচ্চারণ “ঈঅ্যা” হবে।
উদাহরণ: Dear (ডিয়্যার) – প্রিয়, Fear (ফিয়্যার) – ভয়, Bear (বিয়্যার) – বহন করা।
Rule-19: EA+ R+ consonant এভাবে word গঠিত হলে, EA এর উচ্চারণ “অ্যা” হবে।
উদাহরণ: Heart (হার্ট) – হৃদয়, Earth (আর্থ) – পৃথিবী, Earn (আর্ন) – আয় করা।
Rule-20: Consonant+ EA+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে EA এর উচ্চারণ ঈ হবে।
উদাহরণ: Feather (ফেদার) – পালক, Tread (ট্রেড) – পদদলিত করা, Leader (লিডার) – সর্দার।
Rule-21: শব্দস্থিত EE+ R এভাবে ব্যবহৃত হলে R যদি word শেষ অক্ষর হয় তাহলে EE এর উচ্চারণ “ইঅ্যা” হবে।
উদাহরণ: Peer (পিয়্যার) – সমকক্ষ, Steer (স্টিয়্যার) – হাল ধরা, Deer (ডিয়্যার) – হরিণ।
Rule-22: P+ S পরপর থাকলে এবং P এর আগে কোন vowel না থাকলে P অনুচ্চারিত থাকে।
উদাহরণ: Psyche (সাইকি) – আত্মা, Psycho (সাইকো) – মন, Psora (সৌরা) – খোসপাচঁড়া।
Rule-23: শব্দস্থিত STL এর উচ্চারণ হয় “সল্” এখানে T অনুচ্চারিত থাকে।
উদাহরণ: Bustle (বাসল্) – অতিশয় কর্ম ব্যস্ততা, Rustle (রাসল) – খসখস শব্দ, Nestle (নেসলে) – বাসা বাঁধা
Rule-24: ইংরেজি শব্দের শেষে TCH থাকলে এর উচ্চারণ হয় “চ”।
উদাহরণ: Batch (ব্যাচ) – ক্ষুদ্রদল, Match (ম্যাচ) – ক্রীড়া প্রতিযোগিতা, Scratch (স্ক্র্যাচ) – আচঁড়ের দাগ।
Rule-25: শব্দস্থিত OA+ R থাকলে, OA এর উচ্চারণ হবে “অ্য”।
উদাহরণ: Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ, Boar (বোর) – শূকর, Boat (বোট) – নৌকা, Road (রোড) – রাস্তা।
দেখুন: ২য় পর্ব