কম্পিউটার ও তথ্য প্রযুক্তি – গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Date:

Share post:

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি - গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি – গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো বিসিএস পরীক্ষা সহ সকল ধরণের প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই গুরুত্ব সহকারে পড়ুন । 
  • অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
  • কম্পিউটারের ব্রেইন হলো- মাইক্রোপ্রসেসর;
  • আধুনিক কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
  • কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
  • আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
  • কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
  • কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
  • কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
  • কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
  • উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
  • ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
  • ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
  • শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে BASIC প্রোগ্রাম;
  • System software থাকে Startup disc এ;
  • প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
  • লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
  • কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
  • ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
  • মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
  • প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
  • হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
  • কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
  • কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system;
  • Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Box এ;
  • বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার- মোজাইক;
  • কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
  • কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
  • কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
  • ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
  • নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
  • কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
  • মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
  • প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
  • বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে।
  • তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
  • VSAT প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
  • প্রথম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮২;
  • পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
  • পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
  • প্রথম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
  • কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
  • কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
  • মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্রথম সুযোগ আসে;
  • পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
  • সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন টেপ- ম্যাগনেটিক টেপ;
  • ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
  • কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
  • প্রথম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
  • ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
  • স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
  • Dial up internet connection এ টেলিফোন লাইন প্রয়োজন;
  • টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
  • Zoom out-image ছোট করা;
  • ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
  • বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX;
  • Visual Basic এ দুই ধরনের ধ্রুবক থাকে;
  • কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের- LAN, MAN, WAN;
  • কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয় ইনফরমেশনকে বলা হয়- Gibberish;
  • Flash movie তে তিন ধরনের symbol ব্যবহার করা হয়।
  • Photoshop এ এ্যাংকর পয়েন্ট ৫ প ্রকার;
  • তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
  • বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
  • বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
  • Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure;
  • E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD);
  • LAN এবং LAN Topology- BUS, STAR, RING;
  • Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
  • সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
  • ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজার নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এডিস্রন;
  • ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
  • Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
  • বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান- প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
  • সর্বপ্রথম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে;
  • সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

Prepositional Phrase কাকে বলে? চেনার উপায়।

যে Phrase বা শব্দ সমষ্টি Preposition এর কাজ করে তাকে Prepositional Phrase বলে। Preposition মূলত: Noun / Noun equivalent...

Gerund কাকে বলে? চেনার উপায় এবং এর ব্যবহার।

বাক্যে যে Verb এর শেষে ing যুক্ত হয়ে যে Verb একই সাথে Verb ও Noun-এর কাজ করে থাকে...

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ০৯ মার্চ

8৬তম বি.সি.এস পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ০৯ মার্চ ২০২৪ তারিখ, শনিবার সকাল...

বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল

বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞান কারও কাছে আগ্রহের বিষয়, কারও-বা ভয়ের কারণ। আগ্রহ বা ভয় যেটাই থাক না কেন...