বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার জন্য বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই গুরুত্বটাকে মাথায় রেখে আমরা শিক্ষার্থী এবং চাকরির পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর দিয়ে আজকের পর্ব টি সাজানো হয়েছে। পরবর্তীতে আরো পর্ব তৈরি করা হবে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর ৫০টি প্রশ্নোত্তর দিয়ে। আমাদের সাথেই থাকুন এবং সাধারণ জ্ঞান বিষয়ে নিজের মেধা সমৃদ্ধ করুন।
বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর
প্রশ্নঃ কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জব চার্নিক
প্রশ্নঃ কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলী থেকে উচ্ছেদ করা হয় ?
উত্তর: শাহজাহান
প্রশ্নঃ আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল –
উত্তর: ১৩ বছর
প্রশ্নঃ পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?
উত্তর: ধর্মপাল
প্রশ্নঃ প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য্য
প্রশ্নঃ বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ত্রয়োদশ শতাব্দী
প্রশ্নঃ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক –
উত্তর: লর্ড ওয়েলেসলি
প্রশ্নঃ বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ –
উত্তর: মঙ্গোলয়েড
প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন –
উত্তর: অক্টোভিয়ান হিউম
প্রশ্নঃ ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন?
উত্তর: ফখরুদ্দিন মোবারক শাহ্=
প্রশ্নঃ পাল বংশের প্রথম রাজা কে?
উত্তর: গোপাল
প্রশ্নঃ ‘এগার দফা’ কখন ঘোষণা হয়?
উত্তর: ১৯৬৯
প্রশ্নঃ বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
উত্তর: ১৭৬৪
প্রশ্নঃ ‘অন্ধকুপ হত্যা’ কাহিনী কার তৈরী?
উত্তর: হলওয়েল
প্রশ্নঃ নিম্নের কোন বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে?
উত্তর: পাল বংশ
প্রশ্নঃ ব্রিটিশ শাসনআমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় ?
উত্তর: ১৯০৫
প্রশ্নঃ নবাব সিরাজদ্দৌলার পিতার নাম কি?
উত্তর: জয়েন উদ্দিন
প্রশ্নঃ ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় ?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধে
প্রশ্নঃ বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল –
উত্তর: ভারত-পাকিস্থান যুদ্ধ
প্রশ্নঃ ‘বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রর্বতন করা হয় কোন সালে?
উত্তর: ১৭৯৩
প্রশ্নঃ বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় ?
উত্তর: মুশির্দকুলী খাঁ
প্রশ্নঃ কোন যুদ্দের মাধ্যমে ভারতের মুঘল সাম্রাজ্যের পওন ঘটেছিল ?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ
প্রশ্নঃ ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল?
উত্তর: ১৬১০ খ্রিষ্টাব্দে
প্রশ্নঃ শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
উত্তর: ইয়াঙ্গুন
প্রশ্নঃ কৃষক-শ্রমিক পার্টির নেতা ছিলেন –
উত্তর: এ, কে ফজলুল হক
প্রশ্নঃ ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে ?
উত্তর: ১৮৭২
প্রশ্নঃ মুঘল সম্রাটদের মধ্যে আত্নজীবনী রচনা করেছিলেন –
উত্তর: বাবর
প্রশ্নঃ অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে ?
উত্তর: মাওলানা মোহাম্মদ আলী
প্রশ্নঃ খিলাফত আন্দোলনের অন্যতম নেতা –
উত্তর: মওলানা মহাম্মদ আলী
প্রশ্নঃ কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক –
উত্তর: শের শাহ্
প্রশ্নঃ বাংলায় মোঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন –
উত্তর: ইসলাম খান
প্রশ্নঃ ফকির আন্দোলন সংঘটিত হয় কোন শতাব্দীতে ?
উত্তর: অষ্টদশ শতাব্দীতে
প্রশ্নঃ কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
উত্তর: কলিঙ্গের যুদ্ধ
প্রশ্নঃ সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
উত্তর: ১৮২৯
প্রশ্নঃ হযরত শাহজালাল (র) কোন শাসককে পরাজিত করে সিলেটে আযানের ধ্বনি দিয়েছিলেন ?
উত্তর: গৌর গোবিন্দ
প্রশ্নঃ নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত?
উত্তর: আদি-অস্ট্রেলীয়
প্রশ্নঃ বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?
উত্তর: নালন্দা
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
উত্তর: ষাট গম্বুজ মসজিদ
প্রশ্নঃ পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
উত্তর: ১৯৫০
প্রশ্নঃ সুলতানী আমলে বাংলার রাজধানীর নাম কি?
উত্তর: গৌড়
প্রশ্নঃ কোন মোঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশী বিস্তার ঘটে ?
উত্তর: আকবর
প্রশ্নঃ কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন ?
উত্তর: এ কে ফজলুল হক
প্রশ্নঃ কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয় ?
উত্তর: সম্রাট জাহাঙ্গীর
প্রশ্নঃ বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন –
উত্তর: ১৫২৬ সালে
প্রশ্নঃ ঐতিহাসিক ‘কাগমারী সম্মেলনে’ নেতৃত্বদানকারী নেতার নাম কি ?
উত্তর: মাওলানা ভাসানী
প্রশ্নঃ পূর্ব বাংলার ও আসামের প্রথম লেফটেন্যান্ট গর্ভনর কে ছিলেন ?
উত্তর: ফুলার
প্রশ্নঃ ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন কে করেন ?
উত্তর: শের শাহ্
প্রশ্নঃ গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল –
উত্তর: সিলেট
প্রশ্নঃ ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
উত্তর: ইসলাম খান
প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন ?
উত্তর: মাস্টারদা সূর্যসেনের