বিসিএস সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশে প্রথম কে এবং কি এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তাই এই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করবেন।
বাংলাদেশে প্রথম কে এবং কি:
১। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি? উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ? উঃ সৈয়দ নজরুল ইসলাম।
৩। বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ? উঃ সৈয়দ নজরুল ইসলাম।
৪। বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ? উঃ শাহ আব্দুল হামিদ।
৫। বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ? উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
৬। বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ? উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী
৭। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ? উঃ এ. এস. এম. সায়েম
৮। বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ? উঃ এম. এইচ. খোন্দকার।
৯। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ? উঃ তাজউদ্দিন আহমেদ।
১০। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ? উঃ বেগম খালেদা জিয়া
১১। বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী ? উঃ শেখ হাসিনা
১২। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ? উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
১৩। বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ? উঃ স্যার পি. জে. হাটর্স।
১৫। বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ? উঃ হাসিনা খাতুন
১৬। বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ? উঃ নাজনিন সুলতানা
১৭। বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ? উঃ আনিসা হামেদ
১৮। বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি? উঃ নাজমুন আরা সুলতানা
১৯। বাংলাদেশের আপীল প্রথম মহিলা বিচারপতি? উঃ নাজমুন আরা সুলতানা
২০। বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার? উঃ সুরাইয়া রহমান।
২১। বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক? উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।
২২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য? উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
২৩। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান? উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
২৪। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ? উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।
২৫। প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ? উঃ স্যার এফ রহমান
২৬। প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ? উঃ রাজা রামমোহন রায়।
২৭। প্রথম বাঙ্গালী বিচারপতি? উঃ স্যার সৈয়দ আমির আলী।
২৮। প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২৯। বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত? উঃ শরদিন্দু শেখর চাকমা
৩০। বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ? উঃ বাংলার দূত
৩১। বাংলাদেশের প্রথম রণতরী ? উঃ বি. এন. এস. পদ্মা
৩২। প্রথম বাংলা চলচ্চিত্র? উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
৩৩। প্রথম মুসলিম অভিনেত্রী ? উঃ বনানী চৌধুরী
৩৪। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ? উঃ ব্রজেন দাশ (৬ বার)
৩৫। বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ? উঃ ফেরদৌস আরা বেগম
৩৬। বাংলাদেশের প্রথম নারী ওসি কে? উঃ হোসনে আরা বেগম।
৩৭। জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে? উঃ ইসমাত জাহান।
৩৮। বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে? উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)
৩৯। বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে? উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)
৪০। বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে? উঃ সালমা খাতুন।
৪১। সুপ্রিমকোর্টের প্রথম রেজিস্ট্রার জেনারেল কে? উঃ সৈয়দ আমিনুল ইসলাম।
৪২। ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ? উঃ মিঃ স্কিনার।
৪৩। ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ? উঃ আনন্দ চন্দ্র রায়।
৪৪। ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ? উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।
৪৫। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ? উঃ মোহাম্মদ হানিফ
৪৬। প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ? উঃ আ. স. ম. আব্দুর রব।
৪৭। বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ? উঃ এ. এন. হামিদুল্লাহ
৪৮। বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ? উঃ ০৪ মার্চ, ১৯৭২
৪৯। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ? উঃ ভারত
৫০। বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ? উঃ মিসেস কামরুন্নাহার লাইলী
৫১। বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ? উঃ কানিজ ফাতেমা রোকশানা।
৫২। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ? উঃ মাহমুদা হক চৌধূরী
৫৩। বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ? উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।
৫৪। বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি? উঃ ভালুকা, ময়মনসিংহ।
৫৫। বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী কে? উঃ মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)
৫৬। বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ? উঃ তাহমিনা হক ডলি
৫৭। বাংলাদেশের প্রথম মহিলা সচিব ? উঃ জাকিয়া আখতার
৫৮। বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ? উঃ বেগম রওশন আরা