বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর নিম্নে দেওয়া হল ।
১। চর্যাপদে কত টি প্রবাদ বাক্য পাওয়া যায়?
উত্তরঃ ৬
২। ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা?
উত্তরঃ দুটো
৩। চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে?
উত্তরঃ ২৩ নং
৪। রামায়নের প্রথম মহিলা অনুবাদক?
উত্তরঃ চন্দ্রাবতী
৫। চর্যা শব্দের অর্থ কি?
উত্তরঃ আচরণ
৬। কার মতে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা?
উত্তরঃগোপাল হালদার
৭। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
উত্তরঃ প্রাকৃত
৮। কোন সম্রাট তার অনুশাসনগুলো ব্রাহ্মী লিপিতে লেখান ?
উত্তরঃ অশোক
৯। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তরঃ ভারতচন্দ্র
১০। বাংলা সাহিত্যের অন্ধকার যুগে সাহিত্য মূলত কোন বিষয় নির্ভর?
উত্তরঃ ধর্মীয়
১১। বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?
উত্তরঃ পাঠান আমালে
১২। ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
উত্তরঃ ব্রাহ্মী ও খরোষ্ঠী
১৩। চর্যাপদের রচয়িতা কত জন?
উত্তরঃ ২৪
১৪। চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে?
উত্তরঃ লুইপা
১৫। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন-
উত্তরঃ রামরাম বসু
১৬। উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
উত্তরঃ ১৪৯৮
১৭। চর্যাপদের প্রথম বাঙালি কবি কে?
উত্তরঃ মাৎসেন্দ্রনাথ
১৮। বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
উত্তরঃ দশম থেকে চতুর্দশ শতাব্দী
১৯। মাসিক “কালিকলম” এর সম্পাদক কে?
উত্তরঃ শৈলজানন্দ
২০। কোন কাব্যে পানিপথের তৃতীয় যুদ্ধযজ্ঞকে চিত্রিত করা হয়েছে?
উত্তরঃ মহাশ্মশান
২১। চর্যাপদে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতা কে?
উত্তরঃ ভুসুকুপা
২২। “সংবাদ প্রভাকর” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
২৩। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
উত্তরঃ অপভ্রংশ
২৪। চর্যাপদের সংস্কৃত ভাষার টীকা লিখেছেন কে?
উত্তরঃ মুনিদত্ত
২৫। সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন কে?
উত্তরঃ বিজয়চন্দ্র মজুমদার
২৬। বাংলা ভাষার উদ্ভব হয় কত খ্রিস্টাব্দে?
উত্তরঃ সপ্তম খ্রিস্টাব্দে
২৭। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ বিরহ বিলাপ
২৮। কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?
উত্তরঃ মুসলমান আমলে
২৯। সতীময়না ও লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতা কে?
উত্তরঃ দৌলত কাজী
৩০। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী পত্র কোনটি?
উত্তরঃ দিগদর্শন
৩১। মধ্যযুগে কোন কাগজে লেখা পুঁথির মাধ্যমে সাহিত্যচর্চা চলত?
উত্তরঃ তুলোট
৩২। ’চর্যাপদ’ কিসের সংকলন?
উত্তরঃ গানের
৩৩। সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তরঃ ঐতরেয় আরণ্যক
৩৪। “বীরবলের হালখাতা” গ্রন্থটি কোন ধরনের রচনা?
উত্তরঃপ্রবন্ধ
৩৫। কার মৃত্যুর সাথে সাথে মধ্যযুগের সমাপ্তি হয়?
উত্তরঃ ভারতচন্দ্র
৩৬। কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
উত্তরঃ কল্লোল
৩৭। শ্রীকৃষ্ণকীর্তন কে আবিষ্কার করেন?
উত্তরঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ
৩৮। কোন লিপি ডান দিক থেকে লেখা হত?
উত্তরঃ ব্রাক্ষী লিপি
৩৯। চর্যাপদের কোন রচয়িতা নিজেকে বাঙ্গালি বলে দাবি করেছেন?
উত্তরঃ ভুসুকুপা
৪০। কালকেতু কোন কাব্যের প্রধান চরিত্র
উত্তরঃ চণ্ডীমঙ্গল
৪১। চর্যাপদ আবিষ্কৃত হয় কত বঙ্গাব্দে?
উত্তরঃ ১৩১৪
৪২। চর্যাপদের পদসংখ্যা কত টি?
উত্তরঃ ৫১
৪৩। বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ হচ্ছে ?
উত্তরঃ কাব্য
৪৪। মহাশ্মশান কাব্যটি কয়টি খন্ডে বিভক্ত?
উত্তরঃ ৩ খন্ড
৪৫। “ভাঁড়ুদত্ত” কোন কাব্যের চরিত্র ?
উত্তরঃ চণ্ডীমঙ্গল
৪৬। বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
উত্তরঃ সপ্তম শতাব্দী
৪৭। চর্যাপদের ভাষা হল প্রচ্ছন্ন ভাষা-কে বলেছেন?
উত্তরঃ ম্যাক্স মুলার
৪৮। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
উত্তরঃ অস্ট্রিক
৪৯। চর্যাপদের সহোদর ভাষা কি কি?
উত্তরঃ দুটোই (অসমিয়া ও উড়িয়া)
৫০। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ “বঙ্গভাষা ও সাহিত্য” কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৯৬