বাক্যে Having এবং Being এর গুরুত্বপূর্ণ ব্যবহার – English Sentence Making

Date:

Share post:

বাক্যে Having এবং Being এর গুরুত্বপূর্ণ ব্যবহার - English Sentence Making

Use of having and being to Make English Sentence.

ইংরেজি বাক্য তৈরিতে Having এবং Being এর ব্যবহারের গুরুত্ব অপরিসীম। নিচে Having এবং Being এর ব্যবহার দেয়া হলোঃ

Having এর ব্যবহার:

Rule: Having + verb (past participle) = ইয়া/ ইয়ে ।

প্রয়োগ ক্ষেত্র: প্রথম বাক্যের শেষে ” ইয়া / ইয়ে উচ্চারিত হলে যেমন: করিয়া, হইয়া, শিখিয়া, পেয়ে, শিখে থাকলে”

Structure: Subject+ Be verb+ Having problem/trouble + Ext.

Note: কোন ব্যাক্তির কোন কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে Having ব্যবহার হয়।

Example:

♪ আমার ঘুমের সমস্যা হচ্ছে।
I am having a problem with sleep.

♪ আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে।
I am having problem with my Mobile.

♪ আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি
I am having trouble with my bike

♪ আমার মোবাইল দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে।
I’m having trouble verifying my account with mobile.

Structure: Having + Verb এর Past Participle Form + Object + Sub + Verb (Present, Past এবং Future Tense এর যে কোন একটি হতে পারে) + object + extension.

ব্যাখা: কোন একটা কাজ করে + আরেকটা কাজ করা (সেটা Present, Past এবং Future Tense এর যে কোন একটি হতে পারে )

যেমন: 

  • Having seen you, I am very happy. (তোমাকে দেখতে পেয়ে, আমি খুব খুশি।)
  • Having cleaned my room, I will call you. (আমার রুম পরিষ্কার করে, আমি তোমাকে ফোন করব।)
  • I will call you, having cleaned my room. (আমি তোমাকে ফোন করব, আমার রুম পরিষ্কার করে।)
  • Having heard the news, I was shocked. (খবরটি শুনতে পেয়ে, আমি বিস্মিত হয়েছিলাম।)
  • Not having got any response from you, I was worried. (তোমার থেকে কোন সাড়া না পেয়ে, আমি চিন্তিত ছিলাম।)
  • Having learned English, I will go to America. (ইংরেজি শিখিয়া আমি আমেরিকা যাব।)
  • Having got salary in this month, I will buy a Laptop. (এ মাসের বেতন পেয়ে আমি একটি ল্যাপটপ কিনব।)

OR,

Structure: By + verb1 (present form) + ing + object + Sub + verb + object + extension

Example:

  • ইংরেজি শিখিয়া আমি বিদেশে যাব – By learning English I will go abroad.
  • কাজটি শেষ করিয়া আমি স্কুলে যাব – By finishing the work I will go to school.
  • বাড়ীর কাজ শেষ করে আমি আমার রাতের খাবার খাব – By completing home work I will take my dinner.
  • জীবনে প্রতিষ্ঠিত হইয়া আমি বিয়ে করব = By establishing in life I will get married.
  • অনেক টাকা উপার্জন করিয়া আমি এই গ্রামে একটি এতিমখানা প্রতিষ্ঠা করব = By earning a lot of money I will establish an orphanage in this village.
  • এই ঈদে বোনাস পেয়ে আমি মাকে একটি শাড়ী দিব = By getting a bonus on this eid I will give a sharee to my mother.

না – বোধক বাক্যের ক্ষেত্রে:

Structure: Not having + verb3 (past participle) + object + Sub + verb + object + extension

Example:

  1. ইংরেজি না শিখিয়া আমি বিদেশে যাব না –  Not having learnt English I will not go abroad.
  2. কাজটি শেষ না করিয়া আমি স্কুলে যাব না – Not having finished the work I will not go to school.
  3. জীবনে প্রতিষ্ঠিত না হইয়া আমি বিয়ে করব না = Not having established in life I will not get married.

Structure: It has been + Others (সাধারণত এখানে সময়ের প্রয়োগ হয়) + Having + Verb এর Past Participle+ others

যেমন: 

  • It has (It’s) been a long time having met her. (তার সাথে দেখা করে অনেকদিন হয়ে গেছে।)
  • It’s been 5 months having watched a movie. (মুভি দেখে ৫ মাস হয়ে গেছে বা আমি ৫ মাস হল মুভি দেখি না।)

Structure: Sub + be verb + having + noun 

যেমন:

  • I am having a cup of tea. (আমি এক কাপ চা খাচ্ছি।)
  • I was having a shower. (আমি গোসল করতেছিলাম।)

Structure: Sub + be verb + having + to + Verb এর Present Form

ব্যাখ্যা: কোন কাজ করতে হচ্ছে/হচ্ছিল/হইবে, কিন্তু কোন ইচ্ছে নেই/ছিল না/ থাকবে না এরূপ বোঝাতে having এর ব্যবহার। 

যেমন: 

  • I am having to cock. (আমাকে রান্না করতে হচ্ছে।)
  • I was having to work hard. (আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছিল।)

Structure: Having + Noun/Pronoun + Extension + Another Sentence, অথবা- Another Sentence + Having + Noun/Pronoun + Extension.

যেমন:

  • Having a wife like you, I am so happy. (তোমার মত বউ পেয়ে আমি খুব খুশি।)
  • I was very excited, having her in my project. (আমি খুবই আনন্দিত ছিলাম তাকে আমার প্রোজেক্টে পেয়ে।)

Structure: Having said that + extension.

ব্যাখ্যা: এটা বলা সত্ত্বেও – এমন কিছু বোঝাতে having এর ব্যবহার করা যায়। 

যেমন:

  • Having said that I don’t have enough time, she was asking me to take her to a movie. (আমার যথেষ্ট সময় নেই বলা সত্ত্বেও সে আমাকে বলতেছিল তাকে নিয়ে মুভি দেখতে।) 

Being এর ব্যবহার:

Note: Being অর্থ – কিছু…হয়ে।  বাংলা বাক্যে কিছু….. হয়ে বুঝালে Being ব্যবহার করা হয়।

Structure: Being+sub+verb+ext.

♪ একজন শিক্ষক হয়ে গরিবদের সাথে তোমার খারাপ ব্যবহার করা উচিত হয়নি।
Being a teacher, you should not misbehave with the poor.

♪ একজন ছাত্র হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয়।
Being a student, you should not wast your time.

♪ একজন রাজনৈতিক নেতা হয়ে তোমার অস হওয়া উচিত নয়।
Being a political leader, you should not be dishonest.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

Prepositional Phrase কাকে বলে? চেনার উপায়।

যে Phrase বা শব্দ সমষ্টি Preposition এর কাজ করে তাকে Prepositional Phrase বলে। Preposition মূলত: Noun / Noun equivalent...

Gerund কাকে বলে? চেনার উপায় এবং এর ব্যবহার।

বাক্যে যে Verb এর শেষে ing যুক্ত হয়ে যে Verb একই সাথে Verb ও Noun-এর কাজ করে থাকে...

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ০৯ মার্চ

8৬তম বি.সি.এস পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ০৯ মার্চ ২০২৪ তারিখ, শনিবার সকাল...

বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল

বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞান কারও কাছে আগ্রহের বিষয়, কারও-বা ভয়ের কারণ। আগ্রহ বা ভয় যেটাই থাক না কেন...