Use of having and being to Make English Sentence.
ইংরেজি বাক্য তৈরিতে Having এবং Being এর ব্যবহারের গুরুত্ব অপরিসীম। নিচে Having এবং Being এর ব্যবহার দেয়া হলোঃ
Having এর ব্যবহার:
Rule: Having + verb (past participle) = ইয়া/ ইয়ে ।
প্রয়োগ ক্ষেত্র: প্রথম বাক্যের শেষে ” ইয়া / ইয়ে উচ্চারিত হলে যেমন: করিয়া, হইয়া, শিখিয়া, পেয়ে, শিখে থাকলে”
Structure: Subject+ Be verb+ Having problem/trouble + Ext.
Note: কোন ব্যাক্তির কোন কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে Having ব্যবহার হয়।
Example:
♪ আমার ঘুমের সমস্যা হচ্ছে।
I am having a problem with sleep.
♪ আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে।
I am having problem with my Mobile.
♪ আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি
I am having trouble with my bike
♪ আমার মোবাইল দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে।
I’m having trouble verifying my account with mobile.
Structure: Having + Verb এর Past Participle Form + Object + Sub + Verb (Present, Past এবং Future Tense এর যে কোন একটি হতে পারে) + object + extension.
ব্যাখা: কোন একটা কাজ করে + আরেকটা কাজ করা (সেটা Present, Past এবং Future Tense এর যে কোন একটি হতে পারে )
যেমন:
- Having seen you, I am very happy. (তোমাকে দেখতে পেয়ে, আমি খুব খুশি।)
- Having cleaned my room, I will call you. (আমার রুম পরিষ্কার করে, আমি তোমাকে ফোন করব।)
- I will call you, having cleaned my room. (আমি তোমাকে ফোন করব, আমার রুম পরিষ্কার করে।)
- Having heard the news, I was shocked. (খবরটি শুনতে পেয়ে, আমি বিস্মিত হয়েছিলাম।)
- Not having got any response from you, I was worried. (তোমার থেকে কোন সাড়া না পেয়ে, আমি চিন্তিত ছিলাম।)
- Having learned English, I will go to America. (ইংরেজি শিখিয়া আমি আমেরিকা যাব।)
- Having got salary in this month, I will buy a Laptop. (এ মাসের বেতন পেয়ে আমি একটি ল্যাপটপ কিনব।)
OR,
Structure: By + verb1 (present form) + ing + object + Sub + verb + object + extension
Example:
- ইংরেজি শিখিয়া আমি বিদেশে যাব – By learning English I will go abroad.
- কাজটি শেষ করিয়া আমি স্কুলে যাব – By finishing the work I will go to school.
- বাড়ীর কাজ শেষ করে আমি আমার রাতের খাবার খাব – By completing home work I will take my dinner.
- জীবনে প্রতিষ্ঠিত হইয়া আমি বিয়ে করব = By establishing in life I will get married.
- অনেক টাকা উপার্জন করিয়া আমি এই গ্রামে একটি এতিমখানা প্রতিষ্ঠা করব = By earning a lot of money I will establish an orphanage in this village.
- এই ঈদে বোনাস পেয়ে আমি মাকে একটি শাড়ী দিব = By getting a bonus on this eid I will give a sharee to my mother.
না – বোধক বাক্যের ক্ষেত্রে:
Structure: Not having + verb3 (past participle) + object + Sub + verb + object + extension
Example:
- ইংরেজি না শিখিয়া আমি বিদেশে যাব না – Not having learnt English I will not go abroad.
- কাজটি শেষ না করিয়া আমি স্কুলে যাব না – Not having finished the work I will not go to school.
- জীবনে প্রতিষ্ঠিত না হইয়া আমি বিয়ে করব না = Not having established in life I will not get married.
Structure: It has been + Others (সাধারণত এখানে সময়ের প্রয়োগ হয়) + Having + Verb এর Past Participle+ others
যেমন:
- It has (It’s) been a long time having met her. (তার সাথে দেখা করে অনেকদিন হয়ে গেছে।)
- It’s been 5 months having watched a movie. (মুভি দেখে ৫ মাস হয়ে গেছে বা আমি ৫ মাস হল মুভি দেখি না।)
Structure: Sub + be verb + having + noun
যেমন:
- I am having a cup of tea. (আমি এক কাপ চা খাচ্ছি।)
- I was having a shower. (আমি গোসল করতেছিলাম।)
Structure: Sub + be verb + having + to + Verb এর Present Form
ব্যাখ্যা: কোন কাজ করতে হচ্ছে/হচ্ছিল/হইবে, কিন্তু কোন ইচ্ছে নেই/ছিল না/ থাকবে না এরূপ বোঝাতে having এর ব্যবহার।
যেমন:
- I am having to cock. (আমাকে রান্না করতে হচ্ছে।)
- I was having to work hard. (আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছিল।)
Structure: Having + Noun/Pronoun + Extension + Another Sentence, অথবা- Another Sentence + Having + Noun/Pronoun + Extension.
যেমন:
- Having a wife like you, I am so happy. (তোমার মত বউ পেয়ে আমি খুব খুশি।)
- I was very excited, having her in my project. (আমি খুবই আনন্দিত ছিলাম তাকে আমার প্রোজেক্টে পেয়ে।)
Structure: Having said that + extension.
ব্যাখ্যা: এটা বলা সত্ত্বেও – এমন কিছু বোঝাতে having এর ব্যবহার করা যায়।
যেমন:
- Having said that I don’t have enough time, she was asking me to take her to a movie. (আমার যথেষ্ট সময় নেই বলা সত্ত্বেও সে আমাকে বলতেছিল তাকে নিয়ে মুভি দেখতে।)
Being এর ব্যবহার:
Note: Being অর্থ – কিছু…হয়ে। বাংলা বাক্যে কিছু….. হয়ে বুঝালে Being ব্যবহার করা হয়।
Structure: Being+sub+verb+ext.
♪ একজন শিক্ষক হয়ে গরিবদের সাথে তোমার খারাপ ব্যবহার করা উচিত হয়নি।
Being a teacher, you should not misbehave with the poor.
♪ একজন ছাত্র হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয়।
Being a student, you should not wast your time.
♪ একজন রাজনৈতিক নেতা হয়ে তোমার অস হওয়া উচিত নয়।
Being a political leader, you should not be dishonest.