Use of Seem to Make English Sentence
ইংরেজি বাক্য তৈরিতে Seem এর ব্যবহারের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে স্পোকেন ইংরেজির ক্ষেত্রে। নিচে Seem এর ব্যবহার দেয়া হলোঃ
Note: বাংলা বাক্যে “মনে হয়/মনে হয়েছিল” বুঝালে
Structure: Subject+seem/seems/seemed/to be/verb+adjective.
Example:
♪ The baby seems to be very weak.
তাকে দুর্বল মনে হয়।
♪ He seems to be clever.
তাকে চালাক মনে হয়।
♪ You seem to be rich.
তোমাকে ধনী মনে হয়।
♪ Rahim seemed to be very tired.
রহিমকে খুব ক্লান্ত মনে হয়েছিল।
♪ Roma seems to be doing well.
রুমা ভালো করছে বলে মনে হয়।
Note: বাংলা বাক্যে “মনে হয়না /মনে হয়েছিল না” বুঝালে।
Structure: Subject+don’t/does not/did not/seem+to be+adjective+ext.
Example:
♪ He does not seem to be rich.
তাকে ধনী মনে হয় না।
♪ Rahim does not seem to be industrious.
রহিমকে পরশ্রমী মনে হয়না।
♪ They do not seem to be happy.
তারা সুখী মনে হয় না।
♪ He did not seem to be a good student.
তাকে ভালো ছাত্র মনে হয়েছিল না।
♪ He does not to be clever.
তাকে চালাক মনে হয় না।
Structure: It+seems/seemed/that+subject+verb+ext.
Example:
♪ It seems that it may take some time.
মনে হয় এটি সময় নিতে পারে।
♪ It seems that it may rain today.
মনে হয় আজ বৃষ্টি হতে পারে।
♪ It seems that Karim may come here.
মনে হয় করিম আসতে পারে।
♪ It seems that he may go to school.
মনে হয় তারা স্কুলে জল যেতে পারে।
Structure: Does/do/did+subject+seem+ adjective.
Example:
♪ Does Karim seem to be a fool?
করিমকে কি বোকা মনে হয়।
♪ Do I seem to be weak?
আমাকে কি দূর্বল মনে হয়।
♪ Does he seem to be a criminal?
তাকে কি অপরাধী মনে হয়।
♪ Do you seem to be rich?
তাকে কি ধনী মনে হয়
♪ Does Sumi seem to be beautiful?
সুমিকে কি সুন্দরী মনে হয়।
Structure: Does not /don’t/didn’t +subject+seem+adjective.
♪ Doesn’t mangoes seem to be sour?
আমটিকে কি টক মনে হয় না।
♪ Don’t Karim seem to be weak?
করিমকে কি দুর্বল মনে হয় না।
♪ Doesn’t he seem to be cruel?
তাকে কি নিষ্ঠুর মনে হয় না।
♪ Don’t he seem to be a good student?
তাকে কি দেখে ভালো ছাত্র মনে হয় না।
♪ Doesn’t Sumi seem to be beautiful?
সুমিকে কি সুন্দরী মনে হয় না।