বিগত সালের বিসিএস পরীক্ষায় আগত সহকারে গুরুত্বপূর্ণ অন্যান্য কৃষির বিভিন্ন ফসলের উন্নতজাত বা সংকর জাতের নামঃ
১। আলুর উন্নত জাত – ডায়মন্ড (৩৭ তম বিসিএস), কার্ডিনাল, কুফরী ও সিন্দুরী ।
২। কলার উন্নত জাত – অগ্নিশ্বর (৩৬ তম বিসিএস), মোহনবাঁশি, কানাইবাঁশি, সিঙ্গাপুরী, বীজটবা । (১০ম বিসিএস)
৩। ভুট্টার উন্নত জাত – বর্ণালী ও শুভ্র (৩৫তম বিসিএস), উত্তরণ ।
৪। গমের উন্নত জাত – বলাকা (২৬ তম বিসিএস), দোয়েল (২৬, ৩২ তম বিসিএস), সোনালিকা (৩২ তম বিসিএস), আকবর (৩২ তম বিসিএস), আনন্দ, কাঞ্চন, শতাব্দী ।
৫। ধানের উন্নত জাত – ইরাটম (২৬ তম বিসিএস), মুক্তা, আশা, মালা, ময়না, ইরি, প্রগতি, সোনার বাংলা-১, নারিকা-১, আলোক-৬২১০ ।
৬। তুলার উন্নত জাত – রুপালী ও ডেলফোজ ।
৭। তামাকের উন্নত জাত – সুমাত্রা, ম্যানিলা ।
৮। টমেটোর উন্নত জাত – বাহার, মানিক, রতন, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী ।
৯। বেগুনের উন্নত জাত – শুকতারা, তারাপুরী, ইওরা ।
১০। আমের উন্নত জাত – মোহনভোগ, মহানন্দা, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, আম্রপলি, ক্ষীরসাপাতি (চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আমের নাম; যার অপর নাম ‘হিমসাগর’) ।
১১। মিষ্টি কুমড়ার উন্নত জাত – ‘হাজী’ ও ‘দানেশ’ ।
১২। সরিষার উন্নত জাত – ‘সফল’ ও ‘অগ্রণী’ ।
১৩। তরমুজের উন্নত জাতের নাম – ‘মধুবালা’ ও ‘পদ্মা’ ।
১৪। লবণাক্তসহিষ্ণু ধানের নাম = বিনা-৮, বিনা-৯
১৫। খরাসহিষ্ণু ধানের নাম = নারিকা-১
১৬। মঙ্গা এলাকার ধানের নাম = বিআর-৩৩
১৭। বন্যা পরবর্তী এলাকার ধানের নাম = ব্রি ধান ৪৬
*চলুন এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিইঃ
কোন ফসলের উচ্চ ফলনশীল জাতকে বলে – উফশী ।
১। ‘পদ্মা’ নদী বাদে > তড়মুজের উন্নত জাতের নাম
২। ‘যমুনা’ নদী বাদে > মরিচের উন্নত জাতের নাম
৩। ‘মহানন্দা’ নদী বাদে > আমের উন্নত জাতের নাম
৪। ‘ময়না’ পাখি ছাড়া > ধানের উন্নত জাতের নাম
৫। ‘দোয়েল’ ‘বলাকা’ পাখি ছাড়া > গমের উন্নত জাতের নাম
৬। ‘রবি-১’ কি? – পাটের উন্নত জাতের নাম ।