সু-শাসনঃ
- ছায়া সরকার বলা হয় – সংবাদ মাধ্যমকে
- প্রশাসন যন্ত্রের ধারক ও বাহক – সরকার
- মানবাধিকার লঙ্ঘিত হলে অচল হয়ে পড়ে – গণতন্ত্র
- রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয় – সাংবিধানিক আইনকে
- সুশাসন প্রতিষ্ঠায় মূখ্য উপাদান – আইনের শাসন
- জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করে – সরকার
- Ordinance হলো? – জরুরী আইন
- আইনের আনুষ্ঠানিক উৎস হলো? – সংবিধান
- সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষাকল্পে যে আইন প্রবতন করা হয়? – ফৌজদারি আইন
- যে দেশের আইন বা সংবিধান লিখিত আকারে নেই? – যুক্তরাজ্যের
- মুসলিম আইনের প্রধান উৎস হলো? – আল কুরআন
- দেশের শাসনতান্ত্রিক আইন উল্লেখ থাকে? সংবিধানে
- বাংলাদেশে ই-গভার্ন্যান্স বাস্তবায়নের পথে অন্যতম বাধা কী? – সমন্বয়হীনতা.
- বাংলাদেশের গ্রাম সরকার আইন পাস হয় কত সালে? – ২০০৩
- রাজনৈতিক দল জনগণের উপকার করে কীভাবে? – দাবি পূরণের মাধ্যমে
- তথ্য অধিকার আইন প্রথম চালু হয় কোন দেশে? – সুইডেন
- সমাজব্যবস্থার এক মারাত্মক ব্যাধির নাম – দুর্নীতি
- চেম্বার্স ডিকশনারিতে দুর্নীতি বা Corruption এর অর্থ পচা ঘুষ, ভাজাল, কৃত্রিম ও নকল
- এনসাইক্লোপিডিয়া অনুসারে দর্শন, ধর্মশাস্ত্র অথবা নৈতিকতার আলোকে দুর্নীতি হচ্ছে আধ্যাত্মিক ও নৈতিক অবক্ষয় অথবা অর্থনৈতিক আদর্শ হতে বিচ্যুতি
- নৈতিকতার আলোকে দুর্নীতি হচ্ছে – ভেজাল
- একমাত্র যে শিক্ষা সকলকে অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে – নৈতিক শিক্ষা
- দুর্নীত প্রতিরোধে আইন প্রণয়ন করা হয় – ১৯৪৭ সালে
- বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয় – ২০০৪ সালে
- ই-সভার্ন্যান্স ও সুশাসনের সম্পর্ক কিরূপ? – নিবিড়
- “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক” এ বক্তব্যটি কার? – মিশেল ক্যামভেসাস.
- ’আইন হচ্ছে নিম্নতমের প্রতি উর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদর্শ’ উক্তিটি কার? – জন অস্টিন.
- রাজনৈতিক দলের মূল লক্ষ্য কী হওয়া বাঞ্ছনীয়? – জনকল্যাণ নিশ্চিত করা
- পৌরনীতির প্রধান আলোচ্য বিষয় -নাগরিকের অধিকার ও কর্তব্য
- ‘নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, তাকে পৌরনীতি বলে’-এ সংজ্ঞাটি দিয়েছেন- ই. এম. হোয়াইট
- নগররাষ্ট্র বলতে বোঝায় – নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট রাষ্ট্র
- পৌরনীতি মানুষকে দান করে-নাগরিক সচেতনতা
- ‘ইতিহাসের স্রোতধারায় বালুকারাশির মধ্যে স্বর্ণরেণুর মতো রাজনীতিবিজ্ঞান জমা হয়ে উঠেছে।’-এই উক্তিটি-লর্ড অ্যাকটনের
- ‘ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে গভীরতা দান করেছে’-এ উক্তিটি – উইলোবির
- ‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা – প্লেটো
- ‘পলিটিক্যাল ইকোনমি’ গ্রন্থের লেখক-অ্যাডাম স্মিথ
- ‘সকল শাসনব্যবস্থা তার অনুরূপ সম্পত্তি ব্যবস্থার রূপ ধারণ করে, একটি পরিবর্তন হলে অপরটিরও পরিবর্তন হয়’-এই উক্তিটি ম্যাকাইভারের
মূল্যবোধঃ
- শিশুর মূল্যবােধ শিক্ষার প্রাথমিক শিক্ষাকেন্দ্র হল-পরিবার
- মানুষের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবােধ বিকাশে সর্বাপেক্ষা বেশি প্রভাব বিস্তার করে ধর্ম
- বাংলাদেশ সংবিধানের ১২ নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তার বিধান করা হয়েছে
- সামাজিক মূল্যবােধের প্রধানতম উৎসসমূহ হল – প্রচলিত সামাজিক রীতিনীতি, প্রথা, ধ্যানধারণা, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি
- মূল্যবোধ কোন ধরনের প্রত্যয় – আপেক্ষিক
- ’সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার আচারণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত’উক্তিটি কোন ব্যক্তির – Clyde
- মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ ‘‘ উক্তিটি কার ? – এম.ডব্লিউ পামফ্রে
- বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য – মূল্যবোধ
- সুশাসনের ভিত্তিতে মজবুত করতে মূল্যবোধ কি সংরক্ষণের শিক্ষা দেয়? – সভ্যতা ,সংস্কৃতি, ঐতিহ্য
- নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে – মূল্যবোধ
- যে মূল্যবোধ মানুষের বাইরের ব্যক্তিত্বকে গড়ে তোলে তাকে কী বলে ? – বাহ্যিক মূল্যবোধ
- কোনটি রাজনৈতিক মূল্যবোধ – আনুগত্য
- বর্তমানে যুব সমাজ ধ্বংসের মূল হাতিয়ার কি? – অপসংস্কৃতি
- সামাজিক মূল্যবোধর অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি ? – সহনশীলতা
- মূল্যবোধ কোন আচরণেকে নিয়ন্ত্রণ করে ? – বাহ্যিক
- ভিক্ষুককে ভিক্ষা দেয় – নৈতিক মূল্যবোধ
- সভ্য সমাজের মানদণ্ড- আইনের শাসন
- কর্মকাণ্ডের ভাল-মন্দের বিচারের ভিত্তি – মূল্যবোধ
নৈতিকতাঃ
- নৈতিকতা বা ঔচিত্যবােধের মূল ভিত্তিভূমি হল— বিবেক, আর বিকাশ ভূমি হল- সমাজ
- নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ- Morality
- নৈতিকতা ও ঔচিত্যবোধের বিকাশভূমি – সমাজ
- নৈতিক অধিকারের মূল উৎস হলো- ন্যায়বোধ
- সমাজে কারাে ক্ষতি না করা, কারাে মনে কষ্ট না দেয়া, কটুক্তি না করা এবং সমাজে প্রচলিত আদর্শিক রীতিনীতিসমূহের যথার্থ অনুশীলনই হচ্ছে – নীতি ও ঔচিত্যবােধ
- একজন নাগরিককে দক্ষতা ও জ্ঞানের উচ্চস্থানে পৌঁছে দিতে পারে-নৈতিক গুণ
- ‘শাসক যদি ন্যায়বান হন, তাহলে আইন নিষ্প্রয়োজন আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হন, তাহলে আইন নিরর্থক’-এ উক্তিটি-প্লেটোর
- ‘সকল ভালো মানুষ ভালো নাগরিক নয়, কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ’-এ উক্তিটি অ্যারিস্টটলের
- অন্য ব্যক্তির কষ্ট যখন আমাদের মনে কষ্টের উদ্রেক করে কতখন সে অনুভুতিকে কি বলা হয় – সহানুভূতি