ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ কৃষি এই টপিকটি বিসিএস পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। BCS Preparation ভালোভাবে নিতে চাইলে এই টপিকটি গুরুত্ব সহকারে পড়তে হবে।
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার আজকের বিষয় কৃষি
ধান চাষের জন্য অধিক উপযোগী—নদী উপত্যাকার পলিমাটি।
ধান চাষের অনুকূল তাপমাত্রা—১৬-৩০ ডিগ্রি সে.।
আলুর একটি উন্নত জাতের নাম – ডায়মন্ড। [৩৭ ৩ম বিসিএস]
চা উৎপাদনের জন্য উপযুক্ত তাপমাত্রা হলো—১৫.০৫ ডিগ্রি সে.।
বাংলাদেশের কৃষির স্বর্ণযুগ বলা হয়—৮০ এর দশককে।
ধান উৎাদনে প্রথম জেলা—রংপুর।
বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় – বোরো ধান। [৩৭ ৩ম বিসিএস]
বাংলাদেশে একমাত্র সমতল ভূমিতে চা চাষ হয়—পঞ্চগড়ে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) প্রতিষ্ঠিত হয়—১৯৬১ সালে।
BADC এর পূর্ণরূপ Bangladesh Agricultural Development Corporation
প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান – BADC [৩৭ ৩ম বিসিএস]
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) আত্মপ্রকাশ করে—১৯৭৬ সালে।
বাংলাদেশে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে—৪ টি।
‘অগ্নিশ্বর’ উন্নত জাতের – কলা। [৩৬ ৩ম বিসিএস]
বন গবেষণা ইনস্টিটিউট অবস্থিত—চট্টগ্রামে। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে বাংলাদেশে সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় – তিনটি ঋতুকে। গ্রীষ্ম, বর্ষা ও শীতকাল।
বাংলাদেশে গ্রীষ্মকাল—মার্চ-মে।
বাংলাদেশে বর্ষাকাল—জুন-অক্টোবর।
বাংলাদেশে শীতকাল—নভেম্বর ফেব্রুয়ারি।
চা চাষের জন্য উপযুক্ত বৃষ্টিপাত হলো—১৫০-২০০ সে. মি।
বাংলাদেশে চা বাগান রয়েছে—১৬৬ টি।