Supposed to এর ব্যবহার:
Be(am, is, are, was, were) supposed to এর গঠনগুলো Spoken English-এ প্রায়ই ব্যবহৃত হয়। কোনো কাজ অতীত কাল বা বর্তমানে ‘করার কথা ছিল’ বা ‘করার কথা’ এ নিয়ে নির্দিষ্ট বাক্যসমূহ এখানে আলোচনা করা হয়েছে। Supposed to সাধারণত কোনো কিছু করার কথা, যাওয়ার কথা, খেলার কথা ইত্যাদি আকারে ব্যবহৃত হয়। যেমন :
I’m supposed to meet you at 3 o’clock.
(আমার ৩টার সময় তোমার সাথে দেখা করার কথা।)
Mum was supposed to phone me yesterday.
(গতকাল মাম আমাকে ফোন করার কথা ছিল।)
I’m supposed to go there.
(আমার সেখানে যাওয়ার কথা।)
I’m not supposed to go to the office today.
(আজ আমার অফিসে যাওয়ার কথা নয়।)
I’m supposed to phone you after the class.
(ক্লাসের পর আমি তোমাকে ফোন করার কথা।)
I’m not supposed to meet her.
(আমি তার সাথে দেখা করার কথা না।)
I’m supposed to lend you some money tomorrow.
(আগামীকাল আমি তোমাকে কিছু টাকা ধার দেওয়ার কথা ।)
You are supposed to come here at 1.30
(তোমার ১.৩০ টায় এখানে আসার কথা।)
You’re not supposed to be so cruel.
(তোমার এত নিষ্ঠুর হওয়ার কথা না।)
You’re supposed to take patient.
(তোমার ধৈর্য ধরার কথা!)
You’re supposed to play cricket this morning.
(আজ সকালে তোমার ক্রিকেট খেলার কথা )
You’re supposed to be here at 5. pm
(তোমার ৫ টায় এখানে থাকার কথা।)
Your son is supposed to be talented.
(তোমার ছেলে মেধাবী হওয়ায় কথা ।)
You’re supposed to go home tomorrow.
(তোমার আগামীকাল বাড়ি যাওয়ার কথা।)
You’re not supposed to quarrel with him.
(তোমার তার সাথে ঝগড়া করার কথা নয়।)
It is supposed to be not tomorrow.
(আগামীকাল গরম থাকার কথা।)
He is supposed to pick me up.
(সে আমাকে নিয়ে যাওয়ার কথা)
It is supposed to rain today.
(আজ বৃষ্টি হওয়ার কথা।)
He’s not supposed to be indifferent on this matter.
(এই ব্যাপারে তার উদাসীন হওয়ার কথা নয়।)
[এবার দেখুন (was, were) supposed to-এর ব্যবহার। আগেই উল্লেখ করা হয়েছে বাংলা বাক্যে শুধু ছিল বা ছিলে থাকলে was বা were বসবে।]
I was supposed to go to Dhaka yesterday.
(গতকাল আমার ঢাকা যাওয়ার কথা ছিল ।)
I was supposed to phone you.
(আমি তোমাকে ফোন করার কথা ছিল।)
You were supposed to attend the meeting.
(তার উপস্থিত থাকার কথা ছিল।)
They were not supposed to play the match.
(তাদের ম্যাচটি খেলার কথা ছিল না।)
[এবার Interrogative বাক্যগুলো দেখুন :]
Am I supposed to come?
(আমার কি আসার কথা?)
Am I supposed to inform him?
(আমার কি তাকে অবগত করানোর কথা?)
Am I supposed to write first?
(আমার কি প্রথমে লেখার কথা?)
Am I not supposed to ask her?
(আমার কি তাকে জিজ্ঞাসা করার কথা নয়?)
Is he supposed to stay at home today?
(তার কি আজ বাড়ি থাকার কথা?)
Is he not supposed to attend the class?
(তার কি ক্লাসে উপস্থিত থাকার কথা নয়?)
Is it supposed to be rain this evening?
(আজ বিকেলে কি বৃষ্টি হওয়ার কথা?)
Is it supposed to be broken?
(এটা কি ভেঙ্গে যাওয়ার কথা?)
Was it supposed to be a flood last year?
(গত বছর কি বন্যা হওয়ার কথা ছিল?)
[বিঃ দ্রঃ ওপরের কয়েকটি বাক্যে It ব্যবহৃত হয়েছে। কারণ এখানে subject বা কর্তার উল্লেখ নেই, তাই subject হিসেবে It-কে গণ্য করতে হবে।]
Is not supposed to be any class today?
(আজ কি কোনো ক্লাস হওয়ার কথা না?)