Causative Verbs কাকে বলে:
কোনাে ব্যক্তি সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে করানাে বােঝাতে কিছু Verb ব্যবহৃত হয়। এই Verb-গুলােকে Causative Verbs বলে।
Causative Verbs কি কি:
অনেকগুলাে আছে, তবে এখানে প্রধান ৫টি Causative Verb আলােচনা করা হলাে; যেগুলাে প্রায়ই পরীক্ষাতে আসে। Causative Verb-গুলাে হলাে let, make, help, have. get.
Causative Verbs চেনার সহজ উপায়:
এই Causative Verb-গুলাে যখন কোনাে বাক্যে ব্যবহৃত হয়, তখন এগুলাের পর ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক Object থাকবেই। আসুন পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে Causative Verb শিখি।
Causative Verbs ব্যবহারের নিয়ম:
Let, make, help-এর ব্যক্তিবাচক বা বস্তুবাচক যে Object-ই থাকুন না কেন এর পর Verb-এর base form বসবে। আসুন এই নিয়মটা একটি স্পেশাল টেকনিকের মাধ্যমে মনে রাখি- ‘চলাে আমরা (Let us) বেইজের (Verb-এর base form) উপর দাঁড়িয়ে তৈরি (make) করতে সাহায্য (help) করি।” ব্যাখ্যাঃ আমরা জানি, Let us দ্বারা Imperative Sentence-এ কোনাে কিছুর প্রস্তাব বােঝায়। এবার মূল কথায় আসি। Let, Imake, help-এর ব্যক্তিবাচক বা বস্তুবাচক যে Object-ইথাকুন না কেন এর পর Verb-এর base form বসে। যেমন:
1. He did let me … the guitar. (a) to play (b) playing (c) play (d) that I could play. Ans: c
2. The speaker failed to make the audience … to him patiently,
Which of the following is the correct verb form in the blank above?
(a) to listen (b) listening (c) listened (d) listen. Ans: d
***তবে help-এর পর ব্যক্তিবাচক Object হলে Verb-টি Infinitive তথা to + Verb-এর base form বসালেও শুদ্ধ হবে। যেমন-
He help me carry the boxes. (Correct)
He help me to carry the boxes. (Correct)
Have এবং get-এর পর বস্তুবাচক Object হলে Verb-এর Past Participle form বসবে। কিন্তু have এর পর ব্যক্তিবাচক Object হলে Verb-এর base form বসবে এবং get-এর পর ব্যক্তিবাচক Object হলে Verb-টি Infinitive তথা to + Verb- এর base form বসবে।
I have the roof repaired easily.
I get the roof repaired easily.
I have Jamal repair the roof.
I get Jamal to repair the roof.
এখানে উল্লেখ্য যে, একমাত্র let ছাড়া প্রত্যেকটি Causative Verb-এর Past form আছে। যেমন- make এর Past form হলাে made, help এর Past form হলাে helped, have এর Past form হলাে had এবং get এর Past form হলাে got. এই ক্ষেত্রে নিয়মের কোনাে পরিবর্তন হবে না। অর্থাৎ, মূল Causative Verb-এর নিয়ম যা, এর Past form-এর নিয়মও তা।
1. I got my car……..
(a) repairing (b) repaired (c) have repaired (d) to be repaired Ans: b
2. The teacher made the children…… the book
(a) read (b) to read (c) reading (d) reads Ans: a
3. My mother had me…… milk everyday.
(a) to drink (b) drink (c) drinking (d) drank Ans: b
4. Where……..
(a) did you cut your hair? (b) have you cut your hair? (c) did you cut your hair (d) did you have your hair cut Ans: d
N.B. ‘আমি চুলকাটাতে যাচ্ছি’ এর ইংরেজি ‘I am going to cut my hair.’ লিখলে ভুল হবে। কারণ আপনি নাপিত হয়ে যাবেন। শুদ্ধ ইংরেজি হবে ‘I am going to have my hair cut’.