গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৫০টি প্রশ্নোত্তর : পর্ব-১

Date:

Share post:

বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই গুরুত্বটাকে মাথায় রেখে আমরা শিক্ষার্থী এবং চাকরির পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৫০টি প্রশ্নোত্তর দিয়ে আজকের পর্ব টি সাজানো হয়েছে। পরবর্তীতে আরো পর্ব তৈরি করা হবে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৫০টি প্রশ্নোত্তর দিয়ে। আমাদের সাথেই থাকুন এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়ে নিজের মেধা সমৃদ্ধ করুন।

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৫০টি প্রশ্নোত্তর : পর্ব-১

সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৫০টি প্রশ্নোত্তর

প্রশ্নঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের প্রেসিডেন্ট কে?
উত্তর: মর্গেন্স লিক্কেটফট (ডেনমার্ক)

প্রশ্নঃ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
উত্তর: ১৯২ টি

প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ তামাখনি কোনটি এবং কোথায় অবস্থিত?
উত্তর: Escondida, Chile

প্রশ্নঃ টেকসই উন্নয়ন লক্ষ্য কত বছর মেয়াদি?
উত্তর: ১৫ বছর

প্রশ্নঃ ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?
উত্তর: ৪

বিশ্ব প্রানী দিবস হচ্ছে —
উত্তর: ৪ অক্টোবর

প্রশ্নঃ ১৯৮২ সালের সমূদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে—
উত্তর: ৩৫০ নটিকেল মাইল

প্রশ্নঃ জলবায়ূ পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?
উত্তর: মালদ্বীপ

প্রশ্নঃ বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রোড ‘এর প্রবক্তা—
উত্তর: চীন

প্রশ্নঃ বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘ শান্তি সংবিধান ‘ বলা হয় ?
উত্তর: জাপান

ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়–
উত্তর: ব্রাজিল

প্রশ্নঃ পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
উত্তর: ভূমিকম্প

প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল–
উত্তর: কমেকন

প্রশ্নঃ ‘আবু গারিব’ কারাগার কোথায়?
উত্তর: ইরাক

প্রশ্নঃ কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
উত্তর: ১৯৬৮ সালে

প্রশ্নঃ সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?
উত্তর: হেলভেটিয়া

প্রশ্নঃ কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বসবাস করেন নি?
উত্তর: জর্জ ওয়াশিংটন

প্রশ্নঃ তাজিকিস্তান এর রাজধানীর নাম কি?
উত্তর: দুশানবে

প্রশ্নঃ কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
উত্তর: ১৯৬৮ সালে

প্রশ্নঃ সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?
উত্তর: হেলভেটিয়া

প্রশ্নঃ কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বসবাস করেন নি?
উত্তর: জর্জ ওয়াশিংটন

প্রশ্নঃ মংড়ু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
উত্তর: বাংলাদেশ – মায়ানমার

প্রশ্নঃ ‘WIPO’ এর সদর দপ্তর—
উত্তর: জেনেভা

প্রশ্নঃ ‘উইঘুর’ হলো —
উত্তর: চীনের একটি সম্প্রদায়ের নাম

প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায়?
উত্তর: জাপানে

প্রশ্নঃ কোন ঘটনাটি আগে ঘটেছিল?
উত্তর: রাশিয়ার বলশেভিক বিপ্লব

প্রশ্নঃ ‘ফেয়ারফ্যাক্স মিডিয়া’ কোন দেশ ভিত্তিক?
উত্তর: অস্ট্রেলিয়া

প্রশ্নঃ French Revolution-এর slogan কি ছিল?
উত্তর: Liberty, Equality and Fraternity

প্রশ্নঃ সিয়েরালিওনের রাজধানী কোনটি?
উত্তর: ফ্রিটাউন

প্রশ্নঃ CIS বা কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-এর সদস্য সংখ্যা
উত্তর: ১০

প্রশ্নঃ রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে কবে?
উত্তর: ১৯১৭ খ্রিষ্টাব্দে

প্রশ্নঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রীত্ব লাভ করেন?
উত্তর: ১৯৬৬

প্রশ্নঃ ডাকার কোন দেশের রাজধানী?
উত্তর: সেনেগাল

প্রশ্নঃ কোন দেশটির পুরাতন নাম আবিসিনিয়া?
উত্তর: ইথিওপিয়া

প্রশ্নঃ তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত?
উত্তর: বেইজিং

প্রশ্নঃ ৮ নভেম্বর ২০১৭ কোথায় ‘ল্যুভর জাদুঘর’ -এর শাখা উদ্বোধন করা হয়?
উত্তর: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত

প্রশ্নঃ ‘পঞ্চম ড্রাগনের’ (Fifth Dragon) দেশ বলা হয় কোন দেশকে?
উত্তর: তাইওয়ান

প্রশ্নঃ ‘চীনের প্রাচীর’ চীন দেশের কোন সীমান্তে অবস্থিত?
উত্তর: উত্তর

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলুপ্ত হয়–
উত্তর: ১৮৬৩ সালে

প্রশ্নঃ স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক

প্রশ্নঃ কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকারসমূহ Bill of Rights নামে পরিচিত?
উত্তর: যুক্তরাষ্ট্র

প্রশ্নঃ ‘ইকোলজি হাউস’ কি?
উত্তর: বিল গেটসের বাড়ির নাম

প্রশ্নঃ ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডন

প্রশ্নঃ EIU-এর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর

প্রশ্নঃ কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?
উত্তর: ফিনল্যান্ড

প্রশ্নঃ পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি?
উত্তর: হেগ

প্রশ্নঃ জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?
উত্তর: প্রথম জর্জ

প্রশ্নঃ সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্র

প্রশ্নঃ কোন দেশ ও তার রাজধানীর নাম একই?
উত্তর: সিঙ্গাপুর

প্রশ্নঃ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?
উত্তর: এলিসি প্রাসাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

Prepositional Phrase কাকে বলে? চেনার উপায়।

যে Phrase বা শব্দ সমষ্টি Preposition এর কাজ করে তাকে Prepositional Phrase বলে। Preposition মূলত: Noun / Noun equivalent...

Gerund কাকে বলে? চেনার উপায় এবং এর ব্যবহার।

বাক্যে যে Verb এর শেষে ing যুক্ত হয়ে যে Verb একই সাথে Verb ও Noun-এর কাজ করে থাকে...

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ০৯ মার্চ

8৬তম বি.সি.এস পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ০৯ মার্চ ২০২৪ তারিখ, শনিবার সকাল...

বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল

বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞান কারও কাছে আগ্রহের বিষয়, কারও-বা ভয়ের কারণ। আগ্রহ বা ভয় যেটাই থাক না কেন...