বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের আধুনিক যুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর নিম্নে দেওয়া হল । Google Form এ অনুষ্ঠিত প্রশ্নের সঠিক উত্তর এখানে রয়েছে। যারা আমাদের পেজে অনুষ্ঠিত “বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি পরীক্ষা: ২য় মডেল টেস্ট” পরীক্ষায় যারা অংশগ্রহন করেছেন বা করেন নাই, উভয়ের জন্যই এই প্রশ্ন উত্তর সমান গুরুত্ব বহন করে।
১। বঙ্কিমচন্দ্র মােট কতটি উপন্যাস লিখেছেন?
উত্তরঃ ১৪টি
২। বিধবা বিবাহ নিয়ে রহিতকরণ বিষয়ে কে কমলযুদ্ধ শুরু করেন?
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র
৩। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী পত্র কোনটি?
উত্তরঃ দিগদর্শন
উত্তরঃ ভ্রান্তিবিলাস
৫। সোনালী কাবিন” কার কাব্যগ্রন্থ?
উত্তরঃ আল মাহমুদ
৬। “বাংলাদেশ স্নপ্ন দেখে” কার কাব্যগ্রন্থ?
উত্তরঃ শামসুর রহমান
৭। ”কাবনের কন্যা” কী জাতীয় রচনা?
উত্তরঃ উপন্যাস
৮। মুনীর চৌধুরীর “কবর” নাটকের পটভূমি?
উত্তরঃ ভাষা আন্দোলন
৯। ”সংষ্কৃতি” গ্রন্থটি কার রচনা?
উত্তরঃ ড.আহমদ শরীফ
১০। ”নেমেসিস” কার রচনা?
উত্তরঃ নুরুল মোমেন
১১। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ অগ্নিবীণা
১২। শরৎচন্দ্রের কোন উপন্যাস সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
উত্তরঃ পথের দাবী
১৩। ”অনল প্রবাহ” কার রচনা?
উত্তরঃ ইসমাইল হোসেন সিরাজী
১৪। বাংলা আধুনিক কবিতার প্রবর্তক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
১৫। কথোপকথন- এর গ্রন্থকার কে?
উত্তরঃ উইলিয়াম কেরী
১৬। ”উত্তম পুরুষ” উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ রশীদ করিম
১৭। ”মৈমনসিংহ গীতিকা” সংগ্রহ করেন কে?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
১৮। কলিঙ্গ পুরষ্কার পান কে?
উত্তরঃ আবদুল্লাহ আল মুতী
১৯। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি?
উত্তরঃ বর্ধমান হাউজ
২০। কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
২১। কেরী সাহেবের মুনশী বলা হয়-
উত্তরঃ রাম রাম বসুকে
২২। আলাওলের ‘তোহফা’ কোন ধরনে কাব্য?
উত্তরঃ নীতিবাক্য
২৩। ‘ঠাকুরমার ঝুলি’ কী জাতীয় রচনা সংকলন?
উত্তরঃ ছোটগল্প
২৪। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
উত্তরঃ নীলদর্পণ
২৫। কোনটি আধুনিক যুগের কাব্য?
উত্তরঃ সারদা মঙ্গল
২৬। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
উত্তরঃ কৃপার শাস্ত্রের অর্থভেদ
২৭। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
উত্তরঃ উনিশ শতকে
২৮। বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কবে থেকে?
উত্তরঃ আঠার শতক
২৯। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়-
উত্তরঃ রামমোহন রায়
৩০। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়-
উত্তরঃ ১৮০০ সালে
৩১। ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?
উত্তরঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
৩২। কোনটি সঠিক?
উত্তরঃ গোলকনাথ শর্মা – হিতোপদেশ
৩৩। ফোর্ট উইলয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়?
উত্তরঃ ১৮০১ সালে
৩৪। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫ টি
৩৫। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের মূল উদ্দেশ্য কি ছিল?
উত্তরঃ ব্রিটিশ অফিসারদের বাংলা শিক্ষাদেয়া
৩৬। বাঙালি রচিত, বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গদ্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ রাজা প্রতাপাদিত্য চরিত্র
৩৭। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৮০০ সালে
৩৮। বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
উত্তরঃ ফোর্ট উইলিয়াম কলেজ
৩৯। ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন প্রত্রিকা প্রকাশিত হয়?
উত্তরঃ জ্ঞানান্বেষণ
৪০। ইয়ংবেঙ্গল গোষ্ঠিভুক্ত বিশেষ কে?
উত্তরঃ এন্টনি ফিরঙ্গি
৪১। ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয়–
উত্তরঃ ১৯১১ সালে
৪২। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের লেখক নন-
উত্তরঃ আবু জাফর
৪৩। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
উত্তরঃ স্বর্ণকুমারী দেবী
৪৪। নিচের কোন উপন্যাসটি গ্রামীণ পটভূমিকায় রচিত?
উত্তরঃ সবগুলো (জননী, সূর্যদীঘল বাড়ি, লালসালু)
৪৫। ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থটি কোন ধরনের রচনা এবং রচয়িতার নাম কি?
উত্তরঃ উপন্যাস-হুমায়ুন আজাদ
৪৬। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তরঃ একটি কালো মেয়ের কথা
৪৭। কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খাঁ রচিত?
উত্তরঃ সমাজ ও সমাধান
৪৮। ‘বাংলা একাডেমী’ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫৫ খ্রিষ্টাব্দ
৪৯। ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপত্র ছিল-
উত্তরঃ শিখা
৫০। ‘রেখাচিত্র’ কার রচনা?
উত্তরঃ আবুল ফজল