Interjection কাকে বলে?
যে শব্দ দ্বারা মনের আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি প্রকাশ করে তাকে Interjection বলে।
যেমন: Alas!, Hurray!, Wow!, Hey!, Yippee! ইত্যাদি।
Interjection কত প্রকার ও কি কি?
Types of Interjections: ৬ ধরণের interjections দেখা যায়।
- Interjections for Greeting
- Interjections for Joy
- Interjections for Approval
- Interjections for Surprise
- Interjections for Grief/Pain
- Interjections for Attention
Interjections for Greeting: কাউকে সম্বোধন করে ডাকার জন্য বা মনোযোগ আকর্ষণ করে যে interjection ব্যবহৃত হয় তাকে interjection for greeting বলে ।
যেমন: Hello!, Hey!, Hi! ইত্যাদি।
Interjections for Joy: হঠাৎ ঘটে যাওয়া কোনো আনন্দ বা সুখ প্রকাশে যে interjection ব্যবহৃত হয় তাকে interjection for joy বলে ।
যেমন: Wow! , Yippee!, Hurray! ইত্যাদি।
Interjections for Approval: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার পক্ষে তীব্র সমর্থন বোঝায় তাকে interjections for approval বলে ।
যেমন: Well done!, Bravo!, Brilliant!, Splendid! ইত্যাদি।
interjection for surprise: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার জন্য তীব্র বিস্ময় প্রকাশ করা হয় তাকে interjection for surprise বলে।
যেমন: Ah!, What!, Eh!, Oh!, Hey! ইত্যাদি।
interjection for grief/pain: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখের বা বেদনার অনুভূতি বোঝায় তাকে interjection for grief/pain বলে।
যেমন: Alas!, Oh!, Ouch!, Ah! ইত্যাদি।
Interjection for attention: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনোকিছুর প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা বোঝায় তাকে interjection for attention বলে।
যেমন: Behold!, Look!, Hush!, Listen! ইত্যাদি।
Very good. Nice. I AM happy 😀😀😀😀😀👌👌♥️♥️♥️♥️👋👋👋