বাংলা ব্যাকরণঃ ণত্ব-ষত্ব বিধান সম্পর্কে বিস্তারিত জানুন । শুধু BCS Preparation Bangla এর জন্য নয় বরং সকল Govt Jobs Preparation এর জন্য গুরুত্বপূর্ণ। নিম্নেণত্ব-ষত্ব বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
তৎসম বা সংস্কৃত শব্দে ‘ণ’ এর ব্যবহার আছে, কিন্তু খাঁটি বাংলা ও বিদেশি শব্দে ‘ণ’ – এর ব্যবহার নেই । খাঁটি ও বিদেশি শব্দে সবসময় ‘ন’ ব্যবহৃত হয় । শ, ষ, স -এই তিনটি বর্ণের উচ্চারণ নিয়েও সমস্যা রয়েছে। এদের আলাদা করা খুবই কঠিন। তৎসম বা সংস্কৃত ভাষায় শ, ষ, স -এর পৃথক ব্যবহার আছে কিন্তু খাঁটি বাংলা ও বিদেশি শব্দে ‘ষ’ না বসে এর পরিবর্তে ‘শ’ ও ‘স’ ব্যবহৃত হয় ।
‘স’ এর ব্যবহারই বেশি লক্ষ্য করা যায়। বাংলা ভাষায় শ, ষ, স – এর প্রয়োগ সংস্কৃত নিয়ম অনুযায়ী করা হয় । বানানের শুদ্ধতা তৎসহ অর্থগত বিপর্যয় পরিহারের জন্যে শিক্ষার্থীদের ণত্ব ও ষত্ব সংক্রান্ত নিয়মাবলি মেনে চলা একান্ত প্রয়োজন । বাংলায় গৃহীত সংস্কৃত শব্দের ক্ষেত্রে ণত্ব ও যত বিধান মেনে চলা অপরিহার্য হলেও সংকৃত থেকে বিবর্তিত তদ্ভব এবং বিদেশী শব্দে এই নিয়ম মেনে চলার প্রয়োজন নেই ।
ণ-ত্ব বিধান
সংজ্ঞা: যে নিয়ম অনুসারে পদের মধ্যে ব্যবহৃত দন্ত ‘ন, মূর্ধন্য ‘ণ’ তে পরিবর্তন হয়, তাকে ণ-ত্ব বিধান বলে ।
১। ঋ, র, ষ – এ তিনটি বর্ণের পরে মূর্ধন্য – ণ হয়। যেমন – ঋণ, ঘৃণা, বর্ণ, ভীষণ, রণ, স্মরণ ইত্যাদি ।
২। ঋ, র, ষ -এ বর্ণগুলোর পরে স্বরবর্ণ, ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি অথবা ষ, ব, হ থাকলে পরবর্তী দন্ত্য – ন, মূর্ধন্য – ণ হয় । যেমন: কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, রামায়ণ, পাষাণ, গ্রহণ ইত্যাদি ।
৩। ট – বর্গীয় ধ্বনির পূর্বে দন্ত্য – ন না হয়ে সব সময় মূর্ধন্য-ণ হয়। যেমন ঘণ্টা, লুষ্ঠন, কাণ্ড, কণ্টক, কণ্ঠ, ভণ্ড ইত্যাদি ।
৪। প্র, পরা, পরি, নির-এ চারটি উপসর্ণের এবং অন্তর শব্দের পরে নদ, নম ধাতুগুলোর দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়। যেমন প্রণাম, প্রণতি, প্রণত, প্রাণ, পরিণতি, প্রণিধান, অপরাহ্ণ, অন্তরীণ ইত্যাদি ।
৫। প্র, পরি ইত্যাদি উপসর্গের পর ‘নি’ উপসর্গের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়। যেমন – প্রণিপাত, প্রণিধান ।
৬। পর, পার, চান্দ্র, উত্তর, নার-এসবের পরে অয়ন থাকলে ‘ণ’ হয় যেমন- পারায়ণ, নারায়ণ, উত্তরায়ণ, চান্দ্রায়ণ ইত্যাদি ।
৭। নাম বোঝালে “শূর্প, (কুলো) শব্দের পরে ‘নখ’ শব্দের দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয়। যেমন: শূর্পণখা (রাবণের বোন), কিন্তু নাম না বোঝালে দন্ত্য-ন হবে, মূর্ধন্য-ণ হবে না । যেমন শূর্পনখা (যে নারীর নখ শূর্প বা কূলড় মত) ।
৮। বিশেষ কোনো কারণ ছাড়াই অনেক সংস্কৃত শব্দে প্রথম থেকেই মূর্ধন্য – ণ ব্যবহৃত হয়ে আসছে । এগুলোকে বলা হয় স্বতঃ মূর্ধন্য – ণ বা নিত্য মূর্ধন্য – ণ । যেমন : অণু, অণিমা,কণা, গণাদ, কণিকা, কল্যাণ, কিঙ্কিণী, কোণ, কফোণি, গণ, গণক, গণনা, গণিত, গণেশ, গণ্য, গুণ, গুণী, গৌণ, গণিকা, গুণ, চাণক্য, চিক্কণ, তৃণ, নিপুণ, পণ, পণ্য, পাণিনি, পিণাক, পাণি, পুণ্য, ফণা, ফণী, বণিক, বাণ, বাণিজ্য, বীণা, বিপণি, বাণিজ্য, বাণী, বিপণি, বেণী, বেণু, ভণিতা, ভাণ, মণি, মাণিক্য, লবণ, লাবণ্য, শাণ, শোণিত স্থাণু ইত্যাদি ।
ব্যাতিক্রম
১। হন্ ধাতুর হ ঘ-এ পরিণত হলে মূর্ধন্য-ণ হয় না । যেমন : শত্রুঘ্ন, বৃত্রঘ্ন ইত্যাদি।
২। পদের শেষে হসন্ত যুক্ত দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না । যেমন : শ্রীমান, স্বামিন ইত্যাদি
৩। দুটি পদ মিলে একটি শব্দ গঠিত হলে পূর্বপদে ঋ, র, ষ থাকলেও দন্ত্য-ন হয়, মূর্ধন্য-ণ হয় না । যেমন : দুর্নাম (দুর + নাম), দুর্নীতি (দুর + নীতি), পরনিন্দা (পর + নিন্দা), সর্বনাম (সর্ব + নাম), বীরাঙ্গানা (বীর + অঙ্গনা), অগ্রনায়ক (অগ্র + নায়ক), হরিনাম (হরি + নাম)।
৪। ত-বর্গের সঙ্গে যুক্ত দন্ত্য-ন মূর্বন্য-ণ হয় না । যেমন : গ্রন্থ, বৃন্ত, বৃন্দ ইত্যাদি ।
৫। নশ্ ধাতু স, ষ হলে মূর্ধন্য-ণ হয় না । যেমন : প্রনষ্ট ।
৬। তদ্ভব অর্থাৎ পরিবর্তিত সংকৃত শব্দ দন্ত্য-ন হয়, মূর্ধন্য-ণ হয় না । যেমন : কান, কাঁকন, সোনা, চুন, পরান ইত্যাদি ।
৭। দেশী শব্দে মূর্ধন্য-ণ হয় না, দন্ত্য-ন হয় । যেমন : ডানা, ডাইনি, টান, টনটন, ঠনকো ইত্যাদি।
৮। বিদেশী শবে মূর্ধন্য-ণ হয় না । যেমন : কোরআন, ইরান, জাপান, লন্ডন, বার্লিন, কর্নেল, ট্রেন, বানার ইত্যাদি ।
৯। বিশেষ কতকগুলো তৎসম শব্দেও মূর্ধন্য -ণ ব্যবহৃত না হয়ে দন্ত্য-ন হয় । যেমন : অর্চনা, অর্জুন, কর্তন, কীর্তন, গর্জন, দর্শন, নর্তন, প্রার্থনা, রসায়ন, নগরায়ন ইত্যাদি
১০। দন্ত্যধ্বনির আগে মূর্ধন্য -ণ ব্যবহৃত হয় না, দন্ত্য-ন হয় । যেমন : অন্ত, অন্ধ, আনন্দ, ইন্ধন, ইন্দ্র, কান্ত, কান্তার, ক্রন্দন, গন্ধ, চন্দন, ছন্দ, তন্দ্রা, দ্বন্দ্ব, নন্দন, পন্থা, বন্ধন, মন্দ, যন্ত্র, রন্ধ্র, শান্ত, সন্তান, সান্ত্বনা, স্কন্ধ, স্পন্দন ইত্যাদি ।
ষ-ত্ব বিধান
যে সব নিয়মে স, ষ-তে এবং ষ, স-তে পরিণত হয়, সেগুলোকে ষ-ত্ব বিধান বলে।
১। ঋ-কার ও র-এর পর ‘ষ’ হয়। যেমন- কৃষক, তৃষ্ণা, বর্ষা, উৎকর্ষ, বৃষ্টি, দৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, বর্ষণ, ঋষি, কৃষ্ণ, উৎকৃষ্ট ইত্যাদি।
২। ট ও ঠ-এর আগে মূর্ধন্য-ষ হয়। যেমন- কষ্ট, কাষ্ট, ওষ্ঠ, স্পষ্ট, নষ্ট, মিষ্ট, সন্তুষ্ট, ষষ্ঠ, গোষ্ঠী ইত্যাদি।
৩। অ, আ ছাড়া অন্য স্বরবর্ণ আগে থাকলে এবং ক, র বর্ণ আগে থাকলে পরবর্তী দন্ত্য ‘স’ মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন- আবিষ্কার, ভবিষ্যৎ, বিষ, চক্ষুম্মান, বিষয়, সুষমা, বন্ধুবরেষু চিকীর্ষা ইত্যাদি ।
৪। ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন- অভিষেক, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান, অনুষ্ঠান, পরিষদ, বিষণ্ণ ইত্যাদি ।
৫। নিঃ দ্ধঃ, বহিঃ – এ শব্দগুলোর পর ক, ল, প, ফ থাকলে বিসর্গ স্থানে মূর্ধন্য-ষ হয়। যেমন- নিষ্পাপ, বহিষ্কার, নিষ্কাম, দুষ্কর ইত্যাদি ।
৬। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য – ষ হয় । যেমন- আভাষ, ঊষর, ঊষা, আষাঢ়, অভিলাষ, ঈষৎ, ঈর্ষা, কষায়, কোষ, পাষণ্ড, পাষাণ, যোড়শ, ওষধি, উষধ, সরিষা, মানুষ, ষণ্ড, ভাষণ, ভাষ্য, ভাষা, পোষণ, সুষম, ষটচক্র, ষড়যন্ত্র, শোষণ, ভূষণ, দ্বেষ, কলুষ, রোষ, পৌষ, তোষণ ইত্যাদি ।
ব্যাতিক্রম
চলিত ভাষায় মূর্ধন্য-ষ উচ্চারিত হয় না । তদ্ভব শব্দেও দু-একটি শব্দ ছাড়া মূর্ধন্য-ষ লেখা হয় না । বিদেশী শব্দেরও যেমন উচ্চারণ তেমন বানান। তাই দু-একটি ক্ষেত্র ছাড়া বিদেশী শব্দে মূর্ধন্য-ষ লেখা হয় না ।
১। অ, আ বর্ণের পরে মূর্ধন্য-ষ না হয়ে দন্ত্য-স হয় । যেমন : পুরস্কার, তিরস্কার ইত্যাদি।
২। ই, উ – এর পরে হলেও কোনো কোনো ক্ষেত্রে দন্ত্য-স অপরিবর্তিত থাকে। সেখানে মূর্ধন্য-ষ হয় না । যেমন- বিস্ময় ইত্যাদি ।
৩। সাৎ প্রত্যয়ের দন্ত্য-স অপরিবর্তিত থাকে, সেখানে মূর্ধন্য-ষ হয় না । যেমন: অগ্নিসাৎ, ভূমিসাৎ, ধুলিসাৎ ইত্যাদি ।
৪।স্ফুট ও স্ফুর ধাতুর দন্ত্য-স অপরিবর্তিত থাকে, সেখানে মূর্ধন্য-ষ হয় না। যেমন: পরিস্ফুট, বিস্ফুরিত, বিস্ফোটক, বিস্ফোরক ইত্যাদি ।
৫। দন্ত্য-বর্ণ ত, থ, ন – এর আগে মূর্ধন্য-ষ ব্যবহৃত হয় না, দন্ত্য-স হয় । যেমন: স্থান, স্থিত, স্থির, স্তব, স্তৃতি, স্থল, স্তর, ম্লান, স্নেহ, স্নিগ্ধ, স্ত্রী ইত্যাদি ।
৬। সমাসের পরের পদে দন্ত্য-স অপরিবর্তিত থাকে, সেখানে মূর্ধন্য-ষ হয় না । যেমন: অনুসন্ধান, অভিসন্ধি, অসম, অসার, অসীম ইত্যাদি ।
৭। কতকগুলো তৎসম শব্দে দন্ত্য-স ব্যবহৃত হয়, মূর্ধন্য-ষ হয় না । যেমন: প্রসুপ্ত, ভস্ম, দুঃস্বপ্ন ইত্যাদি ।
৮। কয়েকটি তৎসম শব্দে র এবং ঝ বর্ণের পর তালব্য -শ ব্যবহৃত হয়, মূর্ধন্য-ষ হয় না । যেমন: কৃশ, দর্শণ, দৃশ্য, স্পর্শ ইত্যাদি ।
৯। পূজনীয়াসু, সূচরিতাসু, কল্যাণীয়াসূ ইত্যাদি শব্দের শেবে দন্ত্য-স ব্যবহৃত হয় । কারণ এগুলো স্ত্রীবাচক শব্দ । কিন্ত পুংলিঙ্গবাচক শব্দে মূর্ধন্য-ষ । যেমন: শ্রদ্ধাষ্পদেষু, শ্রীচরণেষু, কল্যাণীয়েযু, ম্নেহভাজণেষু, প্রিয়বরেষু ইত্যাদি ।
১০। বিদেশী শব্দের বানানে মূর্ধন্য-ষ হয় না। যেমন: জিনিস তোশক, পোশাক, মশলা ইত্যাদি ।
১১। সাধারণভাবে বিদেশী শব্দের যেমন উচ্চারণ তেমন বানান লেখাই বাঞ্ছনীয় । যেমনঃ
ইংরেজি : স্টেশন, স্টার, স্টার্ট, ইনস্টিটিউশন ইত্যাদি ।
ফার্সি : তক্তপোশ, নালিশ, মালিশ, তামাশা, শাবাশ, ইশারা আফসোস, খোশামোদ ইত্যাদি
আরো দেখুনঃ কারক ও বিভক্তি নির্ণয়ঃ কারক চেনার সহজ ও শর্টকাট উপায়