ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ সমুদ্রস্রোত ও জোয়ার-ভাটা এই টপিকটি BCS পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
জোয়ার ভাটার স্থিতিকাল—৬ ঘণ্টা।
কেনো একটি স্থানে প্রতিদিন জোয়ার ভাটা হয়—দুইবার।
পৃথিবীর উপর সবচেয়ে বেশি আকর্ষণ –চাঁদের ।
সূর্যেরকিরণ সমুদ্র তলশে প্রবেশ করতে পারে—২১০ মিটার।
চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে শক্তিশালী মুখ্য জোয়ার হয়—অমাবস্যায়।
চাঁদ ও সূর্যের জোয়ার উৎপন্ন করার ক্ষমতার অনুপাত—চাঁদ : সূর্য = ১১ : ৫।
চাঁদের আকর্ষণ শক্তির কার্যকারিতা সবচেয়ে বেশি—জলভাগে।
অষ্টমী তিথিতে সংঘটিত হয়—মরা কটাল।
প্রবল জোয়ারের সৃষ্টি হয় –চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
একই স্থানে প্রতিদিন জোয়ার ভাটা হয়—৬ ঘণ্টা ১৩ মিনিট পর পর।
একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান—১২ ঘণ্টা ২৬ মিনিট।
পৃথিবী নিজ কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে—১৬১০ কি. মি বেগে।
চাঁদ ও সূর্য সমকোণে অবস্থান করে পৃথিবীকে আকর্ষণ করে—৮ মী তিথিতে।
সূর্য চন্দ্র অপেক্ষা বড়—দুই কোটি ষাট লক্ষ গুণ।