বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কিত কিছু প্রশ্ন:
প্রশ্নঃ সনেট পঞ্চাশৎ কার রচনা?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
প্রশ্নঃ দ্রাখখমে>দ্রম্য>দাম শব্দটির বিবর্তন হলো যেভাবে-
উত্তরঃ প্রাচীন গ্রিক থেকে বাংলা।
প্রশ্নঃ মার্টিনো কোন দেশের লেখক?
উত্তরঃ ইংল্যান্ড।
প্রশ্নঃ গদ্যশৈলী ছাড়াও প্রমথ চৌধুরী বিশিষ্টতা অর্জন করেছেন-
উত্তরঃ সনেটকার হিসেবে।
প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কোন ছন্দে রচিত?
উত্তরঃ মাত্রাবৃত্ত ।
প্রশ্নঃ অমিও চক্রবর্তীর বাংলাদেশ কবিতাটি কবির কোন কাব্যর অন্তর্ভুক্ত?
উত্তরঃ অনিঃশেষ।
প্রশ্নঃ ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য আমরা বাঙালি’ কার বক্তব্য?
উত্তরঃ ড.মুহম্মদ শহীদুল্লাহ।
প্রশ্নঃ প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পাবনা জেলায়।
প্রশ্নঃ কবর কবিতাটি কোন ধরনের কবিতা?
উত্তরঃ এলিজি।
প্রশ্নঃ “যৌবনের গান” রচনাটি প্রকৃতপক্ষে-
উত্তরঃ অভিভাষণ।
প্রশ্নঃ জহির রায়হানের জন্মস্থান কোথায়?
উত্তরঃ ফেনি।
প্রশ্নঃ কথা সাহিত্যিক জহির রায়হানের আসল নাম কি?
উত্তরঃ মোহাম্মদ জহিরুল্লাহ।
প্রশ্নঃ তাম্বুলখানা গ্রামটি কার জন্য পরিচিতি পেয়েছে?
উত্তরঃ জসিমউদ্দিন।
প্রশ্নঃ “জীবন-বন্দনা” কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তরঃ সন্ধ্যা।
প্রশ্নঃ ‘মূলধারা ৭১’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তরঃ মঈদুল হাসান।
প্রশ্নঃ ‘শেষ প্রশ্ন’ একটি-
উত্তরঃ উপন্যাস।
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর “সোনার তরী” কবিতাটি কোথায় বসে রচনা করেন?
উত্তরঃ কুষ্টিয়ায়।
প্রশ্নঃ চর্যাপদের সবচেয়ে বেশি সংখ্যক পদের রচয়িতা কে?
উত্তরঃ কাহ্নপা।
প্রশ্নঃ পদ্মা নদীর মাঝি কে?
উত্তরঃ কুবের।
প্রশ্নঃ যৌবনের পূজারীকে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
প্রশ্নঃ ‘কমলাকান্তের জবানবন্দি’ কোন ধরনের রচনা?
উত্তরঃ রম্যরচনা।
প্রশ্নঃ ‘সাহিত্যের লক্ষ্য আনন্দ দান’ – এই মত পোষণ করেন কে?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
প্রশ্নঃ অনিলা দেবী কার ছদ্মনাম?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।