১.ব্রিটিশ সরকার কোম্পানির হাত থেকে যখন ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে তখন ব্রিটেনের রানী কে ছিলেন?
-মহারানী ভিক্টোরিয়া ।
২.বোর্ড অব কন্ট্রোলের পরিবর্তে কার ওপর ব্রিটিশ শাসনের দায়িত্বভার ন্যাস্ত করা হয়?
-ভারত সচিব ও ১৫ জন সদস্য নিয়ে গঠিত কাউন্সিলের ওপর।
৩.চিরস্থায়ী বন্দোবস্ত এলাকায় ভূমিকর বৃদ্ধির সুযোগ না থাকায় মেয়েরা কিভাবে তা পুষিয়ে নেন?
-সেস বা উপকর আরোপ করে।
৪.কোন আইনবলে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত হয়?
-১৮৫৮ সালে ভারত শাসন আইন।
৫.ইন্ডিয়া হাউজ কী?
-ভারত সচিবের সদর দপ্তর।
৬.মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী খেতাব প্রদানের পশ্চাতে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা পালন করেন?
-বেঞ্জামিন ডিসরেলি।
৭.কখন লর্ড লিটন ভিক্টোরিয়াকে কাইসার ই হিন্দ ঘোষণা করেন?
-১ জানুয়ারি ১৮৭৭ সালে।
৮.কোন ভাইসরয় ভারতবর্ষে স্বর্ণমান প্রবর্তনের প্রস্তাব করেছিলেন?
-লর্ড লিটন।
৯.কোন পত্রিকা লর্ড লিটন তথা ব্রিটিশ শাসনের কঠোর সমালোচনা করেন?
-অমৃতসাগর।
১০.দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশের স্বাধীনতা খর্ব করে লর্ড লিটন কোন আইন পাস করেন?
-ভার্নাকুলার প্রেস অ্যাক্ট।
১১.কার সময়ে মহীশূর রাজ্যের শাসন ভার সেই রাজ্যের রাজবংশের উত্তরাধীকারীদের হাতে প্রত্যর্পণ করা হয়?
-লর্ড রিপন।
১২.কোন ভাইসরয় কারখানাতে শিশু শ্রমিক নিয়োগ নিষিদ্ধ করেন?
-লর্ড রিপন।
১৩.হান্টার কমিশন কোন স্তরের শিক্ষার ওপর বেশি গুরুত্বারোপ করে?
-প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ওপর।
১৪.ইলবার্ট বিল পাস করেন কোন ভাইসরয়?
-লর্ড রিপন।
১৫.স্যার অ্যাশলে ইডেন কে ছিলেন?
-বাংলার লে. গভর্নর।
নীল বিদ্রোহ:
১.নীল বিদ্রোহ কী?
-বাংলার নীল চাষিরা ১৮৫৯-৬২ সালে ইউরোপীয় নীলকরদের বিরূদ্ধে যে আন্দোলন গড়ে তোলে তাকে নীল বিদ্রোহ বলা হয়।
২.নীল বিদ্রোহীদের পক্ষে কয়েকজন বিদেশী অবস্থান নেন তারা কে কে?
-রেভারন্ড জে জি লিংক।
৩.১৮৫৯ সালে বাংলাদেশে নীল খামারের সংখ্যা কত ছিল?
-১৪৩টি।
৪.নীল বিদ্রোহ কখন তুঙ্গ হয়ে ওঠে?
-১৮৬০ সালে।
৫.নীল চাষিদের ওপর অত্যাচারের কাহিনী নিয়ে দীনবন্ধু মিত্র রচিত গ্রন্থের নাম কী?
-নীলদর্পন।
ব্রিটিশ সময়ে সমাজ সংস্কার, আইন ও অন্যান্য সংস্কার/আইন, প্রণেতা ও সাল:
লর্ড ক্লাইভ:
ইংরেজদের বিরূদ্ধে প্রথম বিদ্রোহ – ১৭৬০
দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন – ১৭৬৫
গভর্নর জন কার্টিয়ার:
ছিয়াত্তরের মন্বন্তর – ১৭৭০
বাংলায় নীল চাষ শুরু – ১৭৭০
ওয়ারেন হেস্টিংস:
পাঁচশালা বন্দোচবস্ত – ১৭৭২
নিয়ন্ত্রণ আইন – ১৭৭৩
কলকাতা আলিয়া মাদ্রাসা – ১৭৮০
বেঙ্গল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা – ১৭৮৪
দ্বেত শাসন ব্যবস্থা রহিতকরণ – ১৭৯৩
ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার –১৭৭২ সালের ১৩ আগষ্ট
লর্ড কর্নওয়ালিস:
সূর্যাস্ত আইন চালু – ১৭৯৩
চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা – ১৭৯৩
লর্ড ওয়েলেসলি:
বাংলার জেলাসমূহের আদমশুমারী – ১৮০১
লর্ড মিন্টো প্রথম:
অমৃতসাগর চুক্তি – ১৮০৯
জাভা দ্বীপ দখল – ১৮১১
লর্ড আমজার্স্ট:
কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা – ১৮২২
ইয়ানডাবু চুক্তি – ১৮২৬
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক:
সতীদাহ প্রথা রহিত এবং কন্যা সন্তান হত্যা রোধ – ১৮২২
নারিকেল বাড়িয়ায় তিতুমিরের প্রথম ঘাটি স্থাপন – ১৮৩১
বাংলার গভর্নর জেনারেল উপাধিকে ভারতের গর্ভনর জেনারেলে রূপান্তর – ১৮৩৩
বিভাগীয় কমিশনারের পদ সৃষ্টি – ১৮২৯ সালে
তিনি নিম্ন আদালত প্রতিষ্ঠা করেন ।
লর্ড অকল্যান্ড:
ইঙ্গ-আফগান যুদ্ধ – ১৮৩৮-৪২
লর্ড ডালহৌসি:
স্বত্ব বিলোপনীতি – ১৮৪৮
দ্বিতীয় শিখ যুদ্ধ – ১৮৪৮-৪৯
রেল যোগাযোগ চালু – ১৮৫৩
ডাক যোগাযোগ প্রতিষ্ঠা
বিধবা বিবাহ আইন প্রনয়ন – ১৮৫৪
বিধবা বিবাহ আইন পাস – ১৮৫৬
লর্ড ক্যানিং:
সিপাহী বিদ্রোহ – ১৮৫৭
কাগজের মুদ্রা চালু – ১৮৫৭
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা – ১৮৫৭
রানী ভিক্টোরিয়া ঘোষণা পত্র – ১৮৫৮
খাজনা আইন পাস – ১৮৫৯
ভারতীয় কাউন্সিল আইন – ১৮৬১
ক্রিমিনাল প্রিসিডিউর কোড – ১৮৬১
নীল কমিশন গঠন – ১৮৬১
প্রেসিডেন্ট শহরে হাইকোর্ট প্রতিষ্ঠা – ১৮৬২
লর্ড লিটন:
আর্মস অ্যাক্ট – ১৮৭৮
লর্ড মেয়ো:
ভারতবর্ষে প্রথম আদশুমারী – ১৮৭২
লর্ড রিপন:
রেন্ট কমিশন গঠন – ১৮৮২
হান্টার কমিশন – ১৮৮২
সংবাদপত্রের স্বাধীনতা প্রদান –
৮ ঘন্টা কাজের নিয়ম
মিউনিসিপ্যাল অ্যাক্ট প্রণয়ন –
ইলবার্ট বিল – ১৮৮৩
লর্ড ডাফারন:
বঙ্গীয় প্রজাতন্ত্র আইন – ১৮৮৫
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা – ১৮৮৫
লর্ড ল্যান্সডাউন:
ভারতীয় কাউন্সিল আইন – ১৮৯২
নীল চাষ চিরতরে বন্ধ – ১৮৯২
লর্ড এলগিন দ্বিতীয়:
উপমহাদেশে রানী ভিক্টোরিয়ার হীরক জয়ন্ত্রী উদযাপন – ১৮৯৭
লর্ড কার্জন:
বিশ্ববিদ্যালয় আইন – ১৯০৪
বঙ্গভঙ্গ – ১৯০৫
সীমান্ত নীতি –
ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতিষ্ঠা
ইম্পেরিয়াল লাইব্রেরী প্রতিষ্ঠা
পুরাতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা
ভূ-সম্পত্তি বিষয়ক সংস্কার
লর্ড মিন্টো দ্বিতীয়:
মর্লি-মিন্টো সংস্কার – ১৯০৯
ভারতীয় কাউন্সিল আইন বাস্তবায়ন – ১৯০৯
প্রেস অ্যাক্ট – ১৯১০
সংস্কার/ আইন ও প্রণেতা – সাল
লর্ড চার্লস হার্ডিঞ্জ:
বঙ্গভঙ্গ রদ – ১৯১১
কোলকাতা থেকে দিল্লিতে ভারত ভারতের রাজধানী স্থানান্তর – ১৯১১
লর্ড চেমসফোর্ড:
মন্টেগু -চেমসফোর্ড সংস্কার – ১৯১৯
রাওলাট আইন – ১৯১৯
জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড বা অমৃতসাগর হত্যাকান্ড – ১৯১৯
লর্ড আরউইন:
নেহেরু রিপোর্ট – ১৯২৭
সায়মন কমিশন – ১৯২৭
বঙ্গীয় প্রজাতন্ত্র আইন – ১৯২৮
ড্যান্ডি পদযাত্রা – ১৯৩০
আইন অমান্য আন্দোলন – ১৯৩০
গান্ধী -আরউইন চুক্তি – ১৯৩১
স্বাধীনতার জন্য কংগ্রেসের প্রস্তাব
লর্ড ওয়াশিংডন:
পৃথক নির্বাচন – ১৯৩২
সাম্প্রদায়িক বাঁটোয়ারা – ১৯৩২
ভারত শাসন আইন সংক্রান্ত বিল প্রণয়ন – ১৯৩৫
লর্ড লিনালিথগো:
ক্রিপস মিশন, ভারত ছাড় আন্দোলন – ১৯৪২
ওয়াভেল পরিকল্পনা – ১৯৪৫
কেবিনেট মিশন – ১৯৪৬
নৌ-বিদ্রোহ – ১৯৪৬
লর্ড মাউন্টব্যাটেন:
ভারতীয় স্বাধীনতা আইন – ১৯৪৭
ব্রিটিশ ভারতীয় জেনারেল ও ভাইসরয়:
১.লর্ড ক্যানিং
২.লর্ড এলগিন
৩.স্যার রবার্ট নেপিয়ার
৪.লর্ড জন লরেন্স
৫.স্যার উইলিয়াম ডেনিসন
৬.লর্ড মেয়ো
৭.স্যার জন স্ট্রেচে
৮.লর্ড নেপিয়ার
৯.লর্ড নর্থব্রুক
১০.লর্ড লিটন
১১.লর্ড রিপন
১২.লর্ড ল্যান্সডাউন
১৩.লর্ড ডাফরিন
১৪.লর্ড এলগিন (দ্বিতীয়)
১৫.লর্ড কার্জন
১৬.লর্ড মিন্টো
১৭.লর্ড হার্ডিঞ্জ
১৮.লর্ড চেমসফোর্ড
১৯.লর্ড রিডিং
২০.লর্ড আরউইন
২১.লর্ড ওয়াশিংটন
২২.লর্ড লিনলিথগো
২৩.লর্ড ওয়াভেল
২৪.লর্ড মাউন্টব্যাটেন