BCS Preparation, Govt Jobs Preparation এর জন্য সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে ভালোভাবে পড়তে হবে।
আন্তর্জাতিক বিষয়াবলী
১। বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত? – ১৯৫ টি
২। বর্তমানে জাতিসংঘের সদস্যতুক্ত দেশের সংখ্যা কয়টি? – ১৯৩ টি
৩। বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ কোনটি? – দক্ষিণ সুদান
৪। বিশ্বের সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি? – চিলি
৫। পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় কোনটিকে? – ইতালিকে
৬। বিশ্বের কোন দেশে সর্বাধিক দ্বীপ রয়েছে? – ইন্দোনেশিয়ায়
৭। পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত? – তুরস্ক ও রাশিয়া
৮। পৃথিবীর কোন দেশের সীমানা সবচেয়ে বেশি দেশের সঙ্গে রয়েছে? – চীনের
৯। পৃথিবীর কোন শহর বা নগরটি একই সঙ্গে দুটি মহাদেশে পড়েছে? – ইস্তাম্বুল (তুরস্ক)
১০। বর্তমানে কোন দেশকে নগর রাষ্ট্র বলা হয়? – সিঙ্গাপুর
১১। বিশ্বের প্রথম কোথায় নগর রাষ্ট্র উদ্ভব ঘটে? – প্রাচীন গ্রিসে
১২। প্রাচীন গ্রিসের কোথায় নগর রাষ্ট্র গড়ে ওঠেছিল? – এথেন্স ও স্পার্টা
১৩। আধুনিক রাষ্ট্রব্যবস্থার উদ্ভব ঘটে কখন? – ১৬০০-১৮০০ সাল।
১৪। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? – রাশিয়া
১৫। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? – চীন
১৬। আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? – ভ্যাটিকান সিটি
১৭। জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? – ভ্যাটিকান সিটি
১৮। আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? – কাজাখস্থান
১৯। আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি? – মালদ্বীপ
২০। জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি? – মালদ্বীপ
২১। আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? – ৯০ তম
২২। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? – ৮ম
২৩। দক্ষিণ এশীয় দেশ নয় – মিয়ানমার (দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ)
২৪। এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে – বসফরাস প্রণালি
২৫। এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে – বেরিং প্রণালি
২৬। এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে – বাব এল মানদেব
২৭। ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে – জিব্রাল্টার প্রণালি