Clause কাকে বলে?
Clause হলো একটি বৃহত্তর Sentence-এর এমন একটি অংশ যাতে কমপক্ষে একটি Subject এবং Finite Verb থাকে।
“নিচের Sentence গুলো লক্ষ করুন”
He is poor. He is honest.
এ দুটি Sentence বা Statement-এগুলো Clause নয়। কারণ এ Statement দুটি কোন বৃহত্তর Sentence-এর অংশ নয়। এবার নিচের Sentence টি তে লক্ষ করুন।
Though he is poor, he is poor.
এটি একটি বৃহত্তর Sentence. এই বৃহত্তর Sentence-টির দুটি অংশ রয়েছে। Though he is poor এবং he is poor. এই অংশ দুটি হলো এক একটি Clause. কারণ, অংশ দুটি মিলে একটি বৃহত্তর Sentence গঠন করেছে এবং অংশ দুটির প্রতিটিতে একটি করে Subject [he] ও একটি করে finite verb [is] রয়েছে।
Clause-এর শর্ত:
- একটি বৃহত্তর Sentence-এর অংশ হতে হবে।
- প্রতিটি অংশে কমপক্ষে একটি Subject এবং finite verb থাকতে হবে।
অর্থাৎ, প্রতিটি অংশে কমপক্ষে একটি Subject এবং একটি Predicate থাকতে হবে।
Clause কত প্রকার ও কি কি?
Clause তিন প্রকার। যথা:
- Principal/Main/Independent Clause [প্রধান/মূল বাক্যাংশ]
- Sub-ordinate/Dependent Clause [অপ্রধান/অধীনস্থ বাক্যাংশ]
- Co-ordinate Clause [সংযোগমূলক বাক্যাংশ]
(১) Principal Clause or Independent Clause :
এটি প্রধান বাক্যাংশ যা নিজেই স্বাধীনভাবে বসতে পারে। অর্থাৎ যে Clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভরশীল নয় তাকে Principal Clause বলে।
প্রতিটি Principal Clause এক একটি Simple Sentence. এ ধরনের Clause সমূহকে Compound Sentence বা Complex Sentence থেকে আলাদা করা হলেও তারা নিজেই Simple Sentence গঠণ করতে পারে এবং নিজেই বাক্যের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে।
যেমনঃ- I know the man who helped you. এখানে I know the man হচ্ছে Principal Clause একে আলাদা করলেও নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে।
(২) Subordinate Clause or Dependent Clause:
অর্থ প্রকাশ করার জন্য যে Clause-কে Principal Clause-এর উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে হয় তাকে Sub-ordinate Clause বলে।
এটি অপ্রধান বাক্যাংশ যা অন্য Clause এর উপর নির্ভরশীল। Complex Sentence গঠনের সময় যে এক বা একাধিক Clause, Principal Clause এর সাথে যুক্ত হয় সেটা Subordinate Clause. এসব Subordinate Clause তাদের সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য Principal Clause এর উপর নির্ভরশীল।
যেমনঃ- The boy came here when he was eight.
When he was eight হচ্ছে Subordinate Clause এটাকে Simple Sentence থেকে আলাদা করা হলেও Principal Clause এর সাহায্য ছাড়া বাক্য গঠণ করতে পারেনা এবং অর্থ প্রকাশ করতে পারেনা।
Subordinators: Complex Sentence এর শুরুতে যে word থাকে সেগুলোকে subordinator বলে।
যেমনঃ after, although, as, because, before, for, how, if, in case, in order that, lest, once, since, that, though, till, unless, untill, when, whenever, where, whereas, wherever, whereupon, which, while, whilst, who, whoever, whom, whose.
Subordinate Clause এর প্রকারভেদ: ৩ প্রকার। যথা:
- Noun Clause
- Adjective Clause
- Adverbial Clause
Noun Clause:
যেসব Subordinate Clause, complex sentence এর ভিতর Noun এর কাজ করে তাদেরকে Noun Clause বলে।
যেমনঃ- We do not know when he will arrive.
এখানে প্রশ্ন করুন- আমরা কি জানিনা? উত্তর হবে- কখন সে পৌছাবে? Noun Clause সাধারনত who, what, which, whom, whose, when, where, why, how, that, whether, if দ্বারা শুরু হয়।
Noun Clause চেনার সহজ উপায়: Verb কে “কে/কারা” দিয়ে প্রশ্ন করলে Subject পাওয়া যাবে। আবার “কি” দিয়ে বাক্যকে প্রশ্ন করলে যে Clause উত্তর দেয় তবে সেটি Noun Clause হবে। তাছাড়া to ছাড়া বাকি preposition এর পর Noun Clause বসে।
Example: I like “what I see”
এখানে Verb হচ্ছে like, ভার্বকে “কী” দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় what I see (আমি যা দেখি). তাই এটা noun clause. নিচের উদাহারন গুলো দেখুন:
1. That he can speak Hindi was mistry to me.
2. It is incredible how fast he can run.
3. I think that he is an honest man.
4. She took what he needed.
5. I am not satisfied with what he gives me.
6. I am not sure what he has done.
Adjective Clause or relative Clause:
যে Clause Adjective-এর কাজ করে তাকে Adjective Clause বলে। Subordinate Clause সাধারণত Complex sentence এর ভিতর Noun এর পরে বসে Noun সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে। অথবা, যেসব Subordinate clause কোন একটি Sentence কে কিংবা Principal Clause এর কোন Noun বা Pronoun কে qualify করে তাদেরকে Adjective Clause বলে।
আমরা জানি adjective সাধারণত Noun বা pronoun কে Modify করে। সেই সূত্রে adjective clause ও Noun বা pronoun কে Modify করবে।
Adjective Clause চেনার সহজ উপায়: সাধারনত noun এর পর এই ধরনের Clause দেয়া থাকে, এবং Clause টি উক্ত noun সম্পর্কে তথ্য দেয়।
উদাহরণটি খেয়াল করুনঃ
He is the man “who came here yesterday”.
এখানে ‘Man’ Noun কে Modify করেছে ‘who’; who came here yesterday” অর্থাৎ এই Clause টি Man সম্পর্কে তথ্য দিচ্ছে তাই এটা adjective clause.
যেমন: The boy who came here is my friend. এটি noun কে qualify করছে।
He walks in the morning, which is good for health.
Tell me the place where he lives.
I know the way how he did it.
Something which was bright like a star was moving across the sky.
The gallery which holds only one thousand people was crowded.
That is the man whose wife is an actress.
This is the boy who broke one of the windows.
***Noun clause এ antecedent থাকে না আর Adjective clause এ antecedent থাকে।***
Adverb or Adverbial clause:
যে Clause adverb-এর কাজ করে তাকে Adverbial Clause বলে। একটি Adverbial Clause “When[কখন]?” ” Where[কোথায়]?” “How [কিভাবে]?” কোন কাজ ঘটল এই প্রশ্নগুলোর উত্তর দেয়।
নিচে উদাহারণসহ উহাদের বর্ণনা দেওয়া হলো:
- Adverbial Clause of time [সময় প্রকাশক Clause]: I get up when it is 6 am.
- Adverbial Clause of place [স্থান প্রকাশক Clause]: you can go where you like.
- Adverbial Clause of reason [কারণ প্রকাশক Clause]: Since you are ill, you need not go outside.
- Adverbial Clause of purpose [উদ্দেশ্য প্রকাশক Clause]: we eat so that we may live.
- Adverbial Clause of result [ফলাফল প্রকাশক Clause]: He is so weak that he can not walk.
- Adverbial Clause of condition [শর্ত প্রকাশক Clause]: If you come, I will go.
- Adverbial Clause of concession [স্বীকার প্রকাশক Clause]: Though he is poor, he is honest.
- Adverbial Clause of manner [পন্থা প্রকাশক Clause]: He told me how he went there. It happened as I expected.
- Adverbial Clause of comparison [তুলনা প্রকাশক Clause]: He is as tall as you are.
Clause এটি বাক্যে verb, adjective বা অন্য কোন adverb কে modify করে। এটি সাধারনতঃ স্থান, সময়, কারণ, ফল, পরিমাণ, ধরন, তুলনা, শর্ত বা উদ্দেশ্য বোঝায়। Adverb সাধারনত Verb কে Modify করে। সেই সূত্রে Adverb Clause ও Verb কে Modify করবে।
Adverbial Clause চেনার সহজ উপায়: Verb কে “কখন/কোথায়/কিভাবে” দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই Adverb Clause হবে। নিচের উদাহরণটি দেখুনঃ
“When we went to the zoo”, we saw a lion.
এখানে ভার্ব saw কে “কখন” দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় when we went to the zoo (যখন চিড়িয়াখানায় ঢুকলাম), তাই এটা Adverb Clause.
➡️As/Since/Though/Although/if ইত্যাদি Adverb দ্বারা কোনো Clause যুক্ত থাকলে সেই Clause-টি হবে Adverbial Clause.
- As he is ill, he cannot walk fast.
- Although he is poor, he is honest.
- Since he is strong, he can carry the bag.
- If you come, I shall go.
➡️এখানে উল্লেখ্য যে, যদি কোনো Clause দ্বারা কোনো সময়, স্থান, কারণ, উদ্দেশ্য, তুলনা, শর্ত বোঝায় সেটি Adverbial Clause হবে।
- Mother came When I was studying. (সময়)
- You can go wherever you want. (স্থা্ন)
- You could not come to college beacause he was ill. (কারণ)
- He works hard so that he can succeed in life. (উদ্দেশ্য)
- She is wiser than I thought. (তুলনা)
- Unless you help me, I will die. (শর্ত)
(৩) Co-ordinate Clause:
এটি সংযোগমূলক বাক্যাংশ। দুই বা ততোধিক Principal Clause যখন সমন্বয়কারী অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি Compound Sentence অথবা, দুই বা দুইয়ের অধিক subordinate clause যখন সমন্বয়কারী অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি Principal Clause কে সাথে নিয়ে বাক্য গঠন করে তখন তাকে আমরা Co-ordinate Clause বলি।
যেমন:I went there and found him ill.
Co-ordinate Clause এ যে সমন্বয়কারী অব্যয় থাকে সেগুলো হচ্ছে- and, but, so, or, yet, otherwise, not only—but also, either–or, neither–nor, nor.
Note: দুটি সহধর্মী বাক্যাংশকে and দ্বারা যুক্ত করা হয় কিন্তু বিপরীতধর্মী বাক্যাংশকে but দ্বারা যুক্ত করা হয়।
You may turn ether to the left or to the right.
You may accept the offer or refuse it.
He threw the stone but missed the dog.
বিস্তারিত জানুন: Gerund কাকে বলে? কিভাবে চেনা যায়? এবং এর ব্যবহার।
Thank you for give this post
Sentence কত প্রকার ও কী কী