যে-সকল শব্দ বা শব্দগুচ্ছ কোন Noun বা Noun Phrase এর পূর্বে বসে উক্ত Noun বা Noun Phrase দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি নির্দেশ করে, সে-সকল শব্দ বা শব্দ সমষ্টিকে Determiner বলে। মনে রাখবেন Determiner সর্বদা Noun এর আগে বসে এবং সেই Noun টিকে নির্দিষ্ট করে কিছু তথ্য দেয়। Determiners হচ্ছে এমন কতগুলো শব্দ যা Noun বা Noun phrase এর পূর্বে বসে, এবং সেটি specific নাকি generic সেটি নির্দেশ করে। যেমন:
The girl is smart.
She ate many apples.
Have you got any money?
I need some money.
উপরের Sentence গুলিতে Underline করা শব্দগুলি(The, many, any, some) হলো Determiner. কারণ এই শব্দগুলি noun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে এবং নির্দিষ্টতা জ্ঞাপন করেছে।
Determiner এর প্রকারভেদ:
Determiner দুই প্রকার। যথা:
- Specific Determiner
- General Determiners
Specific Determiner
কোন কিছুকে বা কাউকে নির্দিষ্ট করে চেনার জন্য যে সমস্ত Determiners ব্যবহার করা হয়, সেগুলিকে Specific Determiner বলা হয়। সাধারণত নির্দিষ্ট করে কোন কিছু কে বোঝাতে specific determiners ব্যবহৃত হয়।
নীচে কিছু specific determiners দেয়া হলো:
- The definite article: The
- Demonstratives: These, this, those, that
- Possessives: My, his, her, your, its, their, our, whose
- Interrogatives: which
Examples:
- Keep the book on the
- I read your letter.
- Whose book is this?
- There is a garden in front of my
General Determiner:
কোন কিছুকে বা কাউকে অনির্দিষ্ট করে চেনার জন্য বা সাধারণভাবে চেনার জন্য যে সমস্ত Determiners ব্যবহার করা হয় সেগুলিকে General Determiner বলা হয়। General determiners নির্দিষ্ট করে কোন কিছু বোঝায় না। তারা একটা সাধারণ সামগ্রিক অর্থ প্রদান করে।
নীচে কিছু general determiners সম্পর্কে আলোচনা করা হলো:
These are: a, an, another, any, other, what
Example:
- Water is life. (uncountable noun)
- Education is the backbone of a nation. (Uncountable noun)
- Girls are doing better than boys. (Plural noun with no determiners)
A singular noun can be used with the indefinite article a or an.
A এবং an এর সাথে অবশ্যই একটি indefinite singular noun বসবে।
Example:
- A boy is saved by a pet dog.
- A girl was sitting in the field.
- He is an honest man.
To denote all of those things/people, we use ‘any’.
‘সব কিছু’ বোঝাতে any ব্যবহৃত হয়।
- Any person can solve the problem – যে কেউ সমস্যাটি সমাধান করতে পারে। (মানে সবাই এই সমস্যাটি সমাধান করতে পারবে)
- I like any meat – আমি যে কোন মাংস পছন্দ করি। (সেটা খাসি, গরু, কিংবা মুরগির মাংসও হতে পারে। মানে আমি সব মাংস পছন্দ করি)
To denote an additional thing or person, we use ‘another.’
‘অতিরিক্ত’ কোন কিছু বোঝাতে ব্যবহৃত হয়।
- Would you like to take another cup of coffee?
- You may take another book.
- I saw Arian and a few other friends with him. (Other is the plural form of another)
যে সকল উপাদান Determiner হিসাবে বসে। যথা:
1. Article: A, An, The.
2. Demonstratives: This, That, These, Those, etc.
3. Possessive: My, Our, Your, His, Her, Its, Their, etc.
4. Quantifiers: All, Few, a few, a bit, a number of, plenty of, lots of, Little, Many, Much, Any, Both, Every, Each, Either, Neither, no, none, Some, etc.
5. Cardinal Numeral: One, Two, Three, Four, etc.
6. Ordinal Numeral: First, Second, Third, etc.
7. General Ordinal: Next, Last, Another, Other, etc.
8. Wh Determiner: What, Whatever, Which, Whose ইত্যাদি।
9. Multiplicative Numerals: Single, Double, Triple, Quadruple, etc.
কিছু গুরুত্বপূর্ণ determiner এর ব্যবহার:
1. Many:
Many এর পর Plural Countable Noun বসে। যেমন: Rahim asks too many questions. How many times do I have to tell you?
2. Much:
Much এর পর Uncountable Noun বসে। যেমন: Eat as much as you like. I ate too much.
3. Little:
Little মানে নেই বললেই চলে। Little Uncountable Noun এর পূর্বে বসে। যেমন: You’re going a little fast. I was a little surprised at the invitation.
4. A little:
A little মানে কিছু আছে বা সামান্য পরিমাণ। A little এর পরে Uncountable Noun বসে। যেমন: You’re going a little fast. I actually felt a little sorry for her.
5. The little:
The little মানে কিছু যে আছে তা নির্দিষ্ট করছি অথবা সামান্য যেটুকু আছে তার সবটুকু। যেমন: The little car pulled out in front of them. I shall give you the little milk. I want to help before it’s too late, like with the little boy.
6. These, Those, Both, Few, Several, Some এগুলোর পর Plural Countable Noun বসে। যেমন:
- These flowers have a unique smell.
- How’s your mother doing these days?
- My parents used to listen to those old songs.
- Both parties must win for the trade to occur.
- Few words to the wise suffice.
- We have several houses.
- The police dug out some facts about the matter.
7. A large number of, A small number of, a great number of এগুলোর পর Plural Countable Noun বসে। যেমন:
- This newspaper has a large number of subscribers.
- The factory is shedding a large number of jobs.
- Only a small number of applicants are successful.
- A small number of firms have ceased trading.
- A great number of translations are available, in poetry and prose.
8. A large amount of, A small amount of এগুলোর পর Uncountable noun বসে। যেমন:
- Doctors said he lost a large amount of blood in the attack.
- It was a small amount of money in terms of trading.
9. Kind of, type of, sort of:
- এদের পূর্বে যদি Singular Determiner থাকে তাহলে তারা Singular.
- এদের পূর্বে যদি Plural Determiner থাকে তাহলে তারা Plural.
- Kind of, type of, sort of এদের পরে Noun Singular থাকলে এদের সাথে S লাগানো যাবে না।
- Kind of, type of, sort of এদের পরে Noun Plural থাকলে S লাগানো হবে।
যেমন:
- This kind of color.
- What kind of job do you have now?
- Importance of different kinds of sentences in speech and writing.
- Several types of showpieces.
- we will discuss four main types of sentences.
- He’s been doing all sorts of weird things.
10. Plenty of, A great deal of, some, some of, more, most, most of, rest of, a lot of, lots of, the majority, all, any এসবগুলির পর Plural Countable ও Uncountable Noun বসে। এগুলোকে আবার বলে। যেমন:
- We have plenty of time.
- The doctor told him to drink plenty of fluids.
11. Collective(সমষ্ঠিবাচক) Noun এরপর verb singular হয়। কিন্তু Collective Noun এর মাঝে যদি কোনো ফাটল, বিভাজন দেখা দেয় তাহলে Verb Plural হয়। যেমন:
- The Jury is going to make a decision.
- The Jury were divided in their proposals.
12. Hundred, Thousand, Million, Billion, Trillion, Brace, Dozen, Fathom, Gross, Pair এদেরকে যদি একলা রাখি তাহলে এদের পবে “s” লাগাতে হবে। যদি এদের পূর্বে সংখ্যাবাচক সংখ্যা থাকে তাহলে “s” লাগানো যাবে না। যেমন:
- I have five hundred taka.
- Thousands of people were present at the concert.
Determiner নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর:
- যত Determiner আছে সবগুলোই Adjective.
- Determiner বাক্যে Noun এর জন্য বসে।
- Determiner বাক্যে Noun এর পূর্বে বসে।
- Proper Noun এর পূর্বে Determiner বসে না।