If I were (আমি যদি হতাম) – এর ব্যবহার
বাক্যর গঠনের নিয়ম:If I were+ others বা if + past simple (Second conditional sentence) – এর পরবর্তী অংশ Subject + would/could/might + verb এর present form + extension.
আনুষ্ঠানিক লেখায় I/he/she-এর সাথে was -এর পরিবর্তে were ব্যবহার করতে হবে। Second Conditional সাধারণত ভবিষ্যতের কোন ঘটনা বোঝাতে ব্যবহৃত হয় যা সত্য হবার কোন সম্ভাবনা নেই। হতে পারতো কিন্তু আসলে হয়নি অর্থ প্রদান করে এই conditional গুলো।
If I were a bird, I would fly in the sky
(আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উড়তাম)
If I were you I wouldn’t go out at night.
(আমি যদি তুমি হতাম তাহলে রাত্রিতে বের হতাম না।)
If I were you I wouldn’t let the matter go so easily.
(আমি যদি তুমি হতাম তাহলে ব্যাপারটি এত সহজে ছেড়ে দিতাম না।)
If I were you I would help the poor.
(আমি যদি তুমি হতাম তাহলে গরিবদের সাহায্য করতাম।)
If I were you I wouldn’t miss class for a single day.
(আমি যদি তুমি হতাম তাহলে একদিনের জন্যও ক্লাস বাদ দিতাম না।)
[বিঃদ্রঃ Let, make ইত্যাদি verb -এর পর কোনো verb থাকলে দ্বিতীয় verb- এর গঠন অপরিবর্তিত থাকে অর্থাৎ verb-এর সাথে s, es, ing অথবা past participle কোনো কিছুই থাকবে না। উল্লেখ্য যে, Let এবং make যে কোনো form -এ থাকতে পারে অর্থাৎ letting, made, making ইত্যাদি।
If I were you I wouldn’t make her cry.
(আমি যদি তুমি হতাম তাহলে তাকে কাঁদাতাম না।)
If I were you I wouldn’t make him angry.
(আমি যদি তুমি হতাম তাহলে তাকে রাগান্বিত করতাম।)
f I were you I wouldn’t let my son watch T.V.
(আমি যদি তুমি হতাম তাহলে আমার ছেলেকে টিভি দেখতে দিতাম না।)
আমি Bd academic ইংরেজি শিখার চেষ্টা করছি। আমার মনে হয় ইংরেজি শিখার এটি সবচেয়ে ভালো ওয়েবসাইট
I am trying to learn Bd academic English. I think this is the best website to learn English