Let’s – এর ব্যবহার
Spoken English এ Let’s এর ব্যবহার করা হয় ‘চল একসাথে কিছু করা, যাওয়া, খাওয়া বা চল একসাথে কিছু বন্ধ করা’ বোঝাতে। এবং Let’s এর ব্যবহার বেশ লক্ষণীয়। নীচের উদাহারন গুলো দেখুন:
Let’s have a party.
(চল একটা পার্টির আয়োজন করা যাক।)
Let’s wet in the rain.
(চল বৃষ্টিতে ভিজি।)
Let’s go to the beach.
(চল সৈকতে যাই।)
Let’s arrange a picnic.
(চল বনভোজনের আয়োজন করি।)
বিঃদ্রঃ Let ইত্যাদি verb -এর পর কোনো verb থাকলে দ্বিতীয় verb- এর গঠন অপরিবর্তিত থাকে অর্থাৎ verb-এর সাথে s, es, ing অথবা past participle কোনো কিছুই থাকবে না। উল্লেখ্য যে, Let যে কোনো form -এ থাকতে পারে অর্থাৎ letting ইত্যাদি।
f I were you I wouldn’t let my son watch T.V.
(আমি যদি তুমি হতাম তাহলে আমার ছেলেকে টিভি দেখতে দিতাম না।)
Let’s phone one of my old friends, Nahid.
(চল আমার এক পুরাতন বন্ধু নাহিদকে ফোন করি।)
Lets’ stop talking with him.
(চল তার সাথে কথা বলা বন্ধ করে দিই।)
বিঃদ্রঃ পূর্বেই উল্লেখ করা হয়েছে stop এমন এক ধরনের verb, যার পরে সরাসরি অন্য কোনো verb থাকলে দ্বিতীয় verb-এর সঙ্গে ing যোগ করতে হয়।
Let’s not give him the news.
(চল তাকে খবরটি না দেই।)
Let’s not attend the party?
(চল পার্টিতে না যাই।)