Modal verb বা Modal Auxiliary কি? ব্যবহার বা বসানোর নিয়ম

Date:

Share post:

Modal verb বা Modal Auxiliary কি? ব্যবহার বা বসানোর নিয়ম।

যে সমস্ত Auxiliary Verbs মূল Verb-এর সাথে যুক্ত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে তাকে Modal verb বা Modal Auxiliary বলে। Modal verb-এর সাথে s/es, ing বা ed Participles যুক্ত হয় না।

Modal Auxiliaries-এর তালিকা: Can/could, may/might, shall/ should, will/ would, must, dare, need, ought to, used to, have to, be going to, be to, would rather, had better.

নিম্নলিখিত ছকের মাধ্যমে Modal Auxiliaries-এর বিভিন্ন Form দেখানাে হলাে:

Non-negative Uncontracted negative Contracted negative
can can not can’t
could could not couldn’t
may may not mayn’t
might might not mightn’t
shall shall not shan’t
should should not shouldn’t
will, ‘II will not, ‘II not won’t 
would, ‘d would not, ‘d not wouldn’t 
must must not mustn’t
ought to ought not to  oughtn’t to
used to used not to didn’t use to/usedn’t to
need need not needn’t
dare  dare not daren’t

 Can – এর ব্যবহার 

Permission (অনুমতি) বুঝাতে Present এবং Future Tense-এ সকল Person-এ can ব্যবহৃত হয়। যেমন-

Student: Can I use the pen?

Teacher: Yes, you can.

Note: Permission বুঝাতে can এবং may একই অর্থ প্রকাশ করে তবে may, can- এর চেয়ে বেশি formal. 

Ability (ক্ষমতা বা সামর্থ্য) বুঝাতেঃ He can walk fast. I cannot swim. 

Perception Verb (): like, dislike, desire, feel, hear, realize, satisfy, see, smell, taste, understand এর পূর্বে can ব্যবহৃত হয়। যেমন:

I can hear music.

I can smell the biriyani.

 Could – এর ব্যবহার 

Can-এর Past Tense could.

Permission (অনুমতি) অর্থে: Could I use your pen? Yes, You could.

Polite request বুঝাতে: Could you help me with some money?

Note: would you এর alternative হলো could you.

Result (ফলাফল নির্দেশ) করতে: I am so unhappy that I could weep.

Past ability (অতীত ক্ষমতা) বুঝাতে: When I was young, I could play cricket well.

Note: অতীতে কেউ নির্দিষ্ট কোন কাজ করতে পেরেছিলো এমনভাব প্রকাশ করতে could ব্যবহৃত হয় না।

could এর পরিবর্তে was/were able to/managed to ব্যবহৃত হয়। যেমন-

He managed to/was able to cross the river.

কিন্তু Negative-এর ক্ষেত্রে could not ব্যবহৃত হয় ।

We could not cross the river.

Suggestion (প্রস্তাব) বুঝাতে: You could talk to the Principal about the matter.

শর্ত প্রকাশের ক্ষেত্রে বর্তমানের অর্থ বুঝাতে: Could he get another job if he left this one.

অতীতে কোন কাজ করার ক্ষমতা বা সুযোগ থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হয়নি বুঝাতে could ব্যবহৃত হয়।

Structure: Subject + could have + Verb-এর Past Participle + বাকী অংশ।
He could have passed the examination (but he did not)

 May/Might – এর ব্যবহার 

Permission (অনুমতি) বুঝাতে: Present and Future Tense-এ সকল Person-এর সাথে may ব্যবহৃত হয়।

1st Person: May I come in?
বক্তার অনুমতি দেয়া বুঝাতে 2nd Person 3 3rd Person-এ may ব্যবহৃত হয়।
You may leave the room. (I give you permission to leave the room.)
He may borrow my book. (I give him permission to borrow my book.)
এক্ষেত্রে may এবং can একই অর্থ প্রকাশ করে তবে may শব্দটি can এর চেয়েও বেশি formal.

Possibility (সম্ভাব্যতা) বুঝাতে: 

(i) May / Might- Present/Future Tense-এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন-
He may/might tell me the matter. (Perhaps he tells/will, tell me the matter.)
The medicine is good. It may/might cure your disease. (It will cure your disease.)
He might leave the country. (but I doubt it)
That might be our car (but I doubt it)

Note: might দ্বারা may-এর চেয়ে বেশি অনিশ্চয়তা প্রকাশ পায়। যেমন-
He may/might be waiting at the station.

(ii) Conditional এবং পূর্বে প্রকাশিত Past Verb-এর ক্ষেত্রে might ব্যবহৃত হয়। যেমন-
If I saw him, I might tell him the matter. (Conditional)
He said that he might help you. (indirect speech)
I knew you might do the work.

Purpose ( উদ্দেশ্য) বুঝাতে: 

He works hard so that he may prosper.
He worked hard so that he might prosper.

Wishes and hopes (ইচ্ছা, আকাঙ্খা) বুঝাতে may ব্যবহৃত হয়। যেমন-
May Bangladesh live long.

Speculation (অনুমান) বুঝাতে Present/Past Tense-এ May/might ব্যবহৃত হয়। যেমন-
বর্তমান ঘটনার সম্পর্কে অনুমান করার ক্ষেত্রে Structure-টি নিম্নরূপ:  
Subject + may/might + be + মূল Verb-এর শেষে ing + বাকী অংশ।

সাধারণত: এরূপ ক্ষেত্রে ঘটনার সাথে স্থান বা বর্তমান সময়ের উল্লেখ থাকে।
They may/might be playing now.
They may/might be waiting for you at the station now.
Past action: He may/might have gone. (It is possible that he went/has gone.)
Or, Perhaps he went/has gone.

Information জানার ক্ষেত্রে may/might ব্যবহৃত হয়। তবে এক্ষেত্রে might-এর ব্যবহার বেশি প্রযোজ্য।
যেমন-
Well, who may/might you be?
He asked who she might be.

 Shall – এর ব্যবহার 

ভবিষ্যতের কোন ঘটনা/কাজ বুঝাতে সাধারণত: I/we এর সাথে shall ব্যবহৃত হয়। যেমন-
We shall do the work.

Requests for order/advice, offers ও suggestions বুঝাতে I/we এরপরে shall ব্যবহৃত হয়। যেমন-
Where shall I keep the book? (request for order)
Which one shall I take? (advice)
Shall I help you to get into the bus? (offer)
Shall we solve the problem? Let’s solve the problem, (suggestion)

Command (আদেশ), threat, authoritative order 2nd  এবং 3rd Person-এ shall ব্যবহৃত হয়। যেমন-
Captain: You shall carry out my order. (command).
Soldier: Sir, I’ll.
You shall be punished. (threat)
The college shall remain closed on Sunday. (authoritative order)

বক্তার intention বুঝাতে 2nd ও 3rd Person-এ shall ব্যবহৃত হয়। যেমন-
You shall have a nice pen. ( I’ll give you a pen/ I’ll see that you get a sweet.)
He shan’t enter my room. (I won’t let him enter my room.)

বক্তার determination বুঝাতে 2nd ও 3rd Person-এ shall ব্যবহৃত হয়। যেমন:
The weak shall be given equal rights. 

 Should – এর ব্যবহার 

Negative: Should not/shouldn’t.
Interrogative: Should I/you? etc.
Negative-Interrogative: Should I not/shouldn’t I?
should এরপরে bare infinitive বসে।

Obligation/duty বুঝাতে:
We should obey our parents.

Advice/recommendation প্রকাশ করতে:
He should stop smoking.

To make polite request: Shall I help you?

উদ্দেশ্য বুঝাতে so that এবং in order that এরপরে should বসে। যেমন-
The king went out in disguise so that no one should recognize him.

আশংকা বুঝাতে Purpose Clause-এ lest এরপরে should বসে।
He walked fast lest he should miss the train.

That clause-এ anxious, sorry, happy concerned, delighted, absurd, amazing, annoying, ludicrous, odd, ridiculous, strange, surprising ইত্যাদি adjective এরপর should ব্যবহৃত হয়। যেমন-
I am delighted that he should take that view.

That Clause-এ advise, agree, arrange, ask, beg, command, decide, demand, determine, insist, order, propose, recommend, request, stipulate, suggest, urge ইত্যাদি Verb এরপরে should ব্যবহৃত হয়।
I ordered that the driver should keep the car locked.
I ordered that the car should be kept locked.

Present, Past এবং Future Tense-এ assumption (অনুমান) বুঝাতে should ব্যবহৃত হয়।
It should be raining now. (I expect it is raining.)
He should have reached home by now. (I expect he has reached.)
He should have much time to reach the station.

বর্তমান সময়ের obligation প্রকাশ করার ক্ষেত্রে should ব্যবহৃত হয়।
Structure: subject + should + be + verb-ing.
He should be reading now. (But he is not reading.)

অতীতের Obligation প্রকাশ করার ক্ষেত্রে should ব্যবহৃত হয়।
Structure: Subject + should + have + verb- past participle +……
He should have read sincerely.

 Will – এর ব্যবহার 

Contracted: ‘II 
Negative: will not, (won’t)

To indicate future action – ভবিষ্যতের ঘটনা বুঝাতে সকল person-এ will বসে ।
You will do the work.

Future prediction বুঝাতে: He will start a school very soon.

Order (আদেশ বুঝাতে) 2nd ও 3rd person-এ will ব্যবহৃত হয়। 
You will carry out my instruction.

Determination (দৃঢ় প্রতিজ্ঞা) বুঝাতে ist person-এ will ব্যবহৃত হয়।
I will do the work at any cost.

Polite request বুঝাতে 2nd person-এ will ব্যবহৃত হয়।
Will you post the letter for me, please?

Assumption বুঝাতে hope, know, suppose, assume, be afraid, be/feel, sure, believe, daresay, doubt, expect, think, wonder verb-4 perhaps, possibly, probably, surely ইত্যাদি adverb-এর সাথে will ব্যবহৃত হয়। তবে এগুলো ছাড়াও Assumption বুঝাতে will ব্যবহৃত হয়।
I am sure he will come back.

ভবিষ্যতে সংঘটিত হবে বুঝাতে future habitual actions (ভবিষ্যত অভ্যাসগত কর্ম) বুঝাতে will ব্যবহৃত হয়। 
Spring will come again.

Obstinate insistence (একগুঁয়েমী/জিদ) বুঝাতে will ব্যবহৃত হয়। If you will play the drums all night, no wonder the neighbors complain. (If you insist on playing.)

Intention (ইচ্ছা) বুঝাতে: I will wait for you = I intend to wait for you. I will buy it = I intend to buy it.

Clauses of condition, time এবং অনেক সময় purpose বুঝাতে simple future- এ will ব্যবহৃত হয়।
If you want, I will help you. (condition)
When water boils, it will begin to vapour.
I am keeping the key in an agreed hiding place so that he will get it easily.

 Would – এর ব্যবহার 

Contracted form: ‘d = I’d = I would.
Negative: would not
Contracted form: wouldn’t

Polite request বুঝাতে:
Would you post the letter for me, please?

Offer/invitations বুঝাতে:
Would you mind having a cup of tea?

Preference বুঝাতে: like, love, hate prefer, care, be glad/happy would হয়। যেমন:
I would like to have a cup of tea.

উদ্দেশ্য বুঝাতে in order that/so that এরপরে would ব্যবহৃত হয়।
He worked hard so that he would shine in life.

If Clauseটি Past Tense-এ থাকলে Principal Clause-এ subject-এরপরে would বসে ।
If you wanted, I would help you.

If Clause টি Past Perfect Tense- এ থাকলে Principal Clause-4 Subject-এ would have + Past Participle বসে ।
If I had seen him, I would have told him about the matter.

Preference ( অধিকতর পছন্দ) বুঝাতে rather/sooner এর সাথে would ব্যবহৃত হয়। would rather/would sooner এরপরে verb এর present form (bare infinitive) ব্যবহৃত হয়।
He would rather die than beg.
Note: Would rather ও would sooner এর মধ্যে বিশেষ কোন পার্থক্য নেই। তবে would rather সর্বাধিক ব্যবহৃত হয়।

 Must – এর ব্যবহার 

Modal Verb হিসেবে ‘Must’ Present এবং Future Tense-এ ব্যবহৃত হয়।

Negative: Must not/mustn’t

Interrogative: Must I? etc.

Negative Interrogative: Must I not/ Mustn’t I? etc.

Note: Past Tense- এর ক্ষেত্রে Must এর অর্থ প্রকাশ করতে had to ব্যবহৃত হয়।

বিভিন্ন Tence-এ Must-এর রুপ:

Obligation (বাধ্যবাধকতা) বুঝাতে:
You must obey your teacher.

Advice (উপদেশ) বুঝাতে: 
You must take more exercise. 

Logical conclusion (যৌক্তিক সিদ্ধান্ত) বুঝাতে:
You must be hungry after your long walk.

Certainty বুঝাতে: He must be a good boy.

Indicating insistence (সূচনা প্রতিজ্ঞা) বুঝাতে:
You must put your name down for the team.

Determination (দৃঢ় প্রতিজ্ঞা): I must see him punished.
Note: অতীত নিশ্চয়তা বুঝাতে must-এর সঙ্গে have যুক্ত হয়। You must have gone there.

 Ought to – এর ব্যবহার 

 Used to – এর ব্যবহার 

Affirmative: Used to
Negative: Used not to/usedn’t to
Interrogative: Used you/he/they? etc.
Negative-interrogative: Used you not/usedn’t you.

Note: Did ব্যবহৃত করেও Negative ও Interrogative Sentence গঠন করা যায় ।
didn’t use to, did you use to? didn’t you use to?

অতীতের অনিয়মিত অভ্যাস (discontinued habit) বুঝাতে সকল person-এ used to ব্যবহৃত হয়।
I used to drink tea; now I drink coffee.

অতীতের নিয়মিত অভ্যাস বুঝাতে সকল person-এ used to ব্যবহৃত হয়।
Omar (R.) used to lead a very simple life.
Note: এক্ষেত্রে used to এর পরিবর্তে would ব্যবহার করা যায়। তবে অনিয়মিত অভ্যাসের ক্ষেত্রে used to এর পরিবর্তে would ব্যবহৃত হয় না।
Omar (R.) would lead a very simple life.
Modal হিসেবে be-এর ব্যবহারঃ
Be (am, is, are, was, were) + to

Duty ও Necessity (কর্তব্য ও আবশ্যকতা) বুঝাতে: 
I am to look after my old parents. (duty)
I am to work hard to shine in life. (necessity)
He was to attend the function.

Arrangement বুঝাতে: The flood-affected are to be rehabilitated. (arrangement)

Possibility (সম্ভাব্যতা) বুঝাতে: The pen was not to be found.

Destiny (নিয়তি) বুঝাতে Past Indefinite Tense-এ:
He was never to see his country again.

Command/order বুঝাতে:
The workers are to obey their manager.

Supposition (অনুমান) অর্থে শুধু “were to” modal হিসেবে ব্যবহৃত হয়।
If it were to rain, we would have to cancel the program tomorrow.

 Need – এর ব্যবহার 

Need Principal ও Auxiliary উভয় Verb-রূপে ব্যবহৃত হয়।
Need যখন Auxiliary Verb-রূপে ব্যবহৃত হয় তখন তাকে Semi-modal বলে।

Need যখন modal হিসেবে ব্যবহৃত হয় তখন তা Negative অর্থ প্রকাশ করে। এর অর্থ দাঁড়ায় (প্রয়োজন নেই)।

Modal হিসেবে Need Present Indefinite Tense-এ ব্যবহৃত হয়। এক্ষেত্রে need-এরপর infinitive “to” উহ্য থাকে।

Present Indefinite Tense-এ Negative ও Interrogative Sentence গঠন করার সময় Singular Number ও 3rd Person-এ “need” এর সাথে যোগ হয় না। Modal “need” গঠিত Interrogative Sentence-এর উত্তর সব সময় Negative হয়।
He need not do it.
Need he do it? No, he needn’t.

অতীতে কোন কাজ করার দরকার ছিল না ধারণা প্রকাশ করতে need not have + verb-এর Past Participle ব্যবহৃত হয়।
You need not have gone there.

Principal Verb হিসেবে need require/want (চাওয়া) অর্থে ব্যবহৃত হয়। ইহা যে কোন Tense-এ ব্যবহৃত হয় । Present Tense-এ Singular Number Third Person Singular Number-এ need-এর সাথে যোগ হয়। এক্ষেত্রে infinitive এর “to” উহ্য থাকে না
He needs to know the exact amount. 

Need- Passive infinitive এবং gerund এর সাথে ব্যবহৃত হয়। 
My shoe needs to be mended. (Passive infinitive)
My shoe needs mending. (Gerund-অর্থে)

 Dare – এর ব্যবহার 

Dare- Principal ও Auxiliary উভয় Verb-রূপে ব্যবহৃত হয়। Dare যখন Auxiliary Verb-রূপে ব্যবহৃত হয় তখন তাকে Semi-modal বলে।

 Have to – এর ব্যবহার 

Obligation (বাধ্যবাধকতা) বুঝাতে সকল Person-এ: 

Present Tense: have to/has to. Past Tense-এ had to এবং Future Tense-এ shall have to/will have to
I have to look after my old parents. int
He has to pass the examination to get a job.
He had to do the work.
He will have to do the work.

Note: Have to যুক্ত Sentence- Negative ও Interrogative করার সময় Tense ও Person অনুযায়ী Do/Does/Did ব্যবহৃত হয়।
Negative: You don’t have to help him.
Interrogative: Does she have to stay at home every night?
Indicating advice:
You have to learn English.

 Would rather – এর ব্যবহার 

 Going To – এর ব্যবহার 

Modal হিসেবে going to এর ব্যবহার:
For intention (ভবিষ্যতের ইচ্ছা প্রকাশ) করতে: 
They are going to open a bank.

For Prediction(ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত কোন ধারণা করা) অর্থ প্রকাশ করতে: 
How pale the girl is! I am sure she is going to faint.

 Had better – এর ব্যবহার 

Modal অর্থে had better unreal past. তা present অথবা future tense এর অর্থ প্রকাশ করে।

কোন কিছু করা ভাল এমন ধারণা বুঝাতে সকল person-এ had better ব্যবহৃত হয়।
You had better meet him.

Negative-এর ক্ষেত্রে better এরপরে not বসে।
You had better not miss the train.

উপদেশ বুঝাতে Negative-interrogative Sentence-এ had better ব্যবহৃত হয়।
Hadn’t you better ask him first?

Indirect speech-এ 1st and 3rd person-এ had better অপরিবর্তিত থাকে। 2nd person-এ অপরিবর্তিত থাকতে পারে বা advise + object + infinitive দ্বারা পরিবর্তন করা যায়।
He said, “I had better go there.”
He said that he had better go there.”
He said to me, “You had better hurry.”
He said to me that I had better hurry.
He said to me, “You had better go there.”
He said to me that I had better go there.
He advised me to go there.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

Prepositional Phrase কাকে বলে? চেনার উপায়।

যে Phrase বা শব্দ সমষ্টি Preposition এর কাজ করে তাকে Prepositional Phrase বলে। Preposition মূলত: Noun / Noun equivalent...

Gerund কাকে বলে? চেনার উপায় এবং এর ব্যবহার।

বাক্যে যে Verb এর শেষে ing যুক্ত হয়ে যে Verb একই সাথে Verb ও Noun-এর কাজ করে থাকে...

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ০৯ মার্চ

8৬তম বি.সি.এস পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ০৯ মার্চ ২০২৪ তারিখ, শনিবার সকাল...

বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়ার কৌশল

বিসিএস পরীক্ষায় সাধারণ জ্ঞান কারও কাছে আগ্রহের বিষয়, কারও-বা ভয়ের কারণ। আগ্রহ বা ভয় যেটাই থাক না কেন...