Participle কাকে বলে?
Verbals বা Non-finite Verb এর যে রূপ একই সাথে Verb এবং Adjective এর কাজ সম্পন্ন করে তাকে Participle বলে। Participle যেহেতু Adjective মত কাজ করে অতএব, Noun বা Pronoun Participle কে Modify করে।
Participle যে Noun বা pronoun কে Modify/Qualify করে তার ঠিক আগে বা পরে কিংবা দূরে বসতে পারে। যেমন-
I saw a dog barking.
The picture drawn by him is looking nice.
Having eaten breakfast he went to the office.
Participle একটি double parts of speech. কারণ এটি একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
Participle কত প্রকার?
ইহা তিন প্রকার। যথা:
- Present participle
- Past participle
- Perfect participle
➡️ Present Participle কাকে বলে?
Verb এর সাথে ing -যুক্ত form যখন এক সাথে Verb ও Adjective-এর কাজ সম্পন্ন করে, তখন তাকে Present Participle বলে। Present Participle দিয়ে কাজটি অসমাপ্ত রয়েছে বুঝায়। যেমন:
- I saw a flying bird. (v+ adj)
আমি একটি উড়ন্ত পাখি দেখলাম।
- Barking dogs seldom bite. (v + adj)
ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়।
- I saw a sleeping beggar. (v+ adj)
আমি একজন ঘুমন্ত ভিক্ষুক দেখলাম।
- This is my reading room. (v+ adj)
এই আমার পড়ার কক্ষ।
- He likes the teaching profession. (v+ adj)
তিনি শিক্ষকতা পেশা পছন্দ করেন
- It is charming scenery. (v + adj)
ইহা একটি মনোমুগ্ধকর দৃশ্য।
👉Note: Relative Pronoun এর পরিবর্তে Adjective এর ন্যায় Present participle ব্যবহৃত হতে পারে।
- The people living in the city are not always happy.
- The teachers working here get handsome salaries.
Present participle এর ব্যবহার
✔️Continuous Tense গঠন করতে Present Participle ব্যবহৃত হয়।
যেমন:
- He is fishing in the pond.
- He is reading a book.
✔️Present participle এর আগে বসে Attributive Adjective-এর মত কাজ করে ।
যেমন:
- A barking dog seldom bites.
- Football is an exciting game.
✔️একই Subject কর্তৃক সম্পাদিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়, সেটি Present participle হয়।
যেমন:
- Finishing the work, he came back home.
- Eating food, we went to market.
➡️ Past Participle কাকে বলে?
Verb এর সাথে d, ed, n, ne বা en যুক্ত কোন form যখন একই সাথে Verb ও Adjective-এর কাজ করে, তখন তাকে Past Participle বলে। Past Participle দ্বারা কাজটি অতীতে সম্পন্ন হয়েছে বুঝায়। যেমন:
- I have finished the work.
আমি কাজটি শেষ করেছি
- English is taught here.
এখানে ইংরেজি শিখানো হয়।
- Rice is sold here.
এখানে চাল বিক্রি করা হয়।
- He is known here.
তিনি এখানে পরিচিত।
- Rice is cooked at seven a.m.
সকাল সাতটার সময় ভাত রান্না করা হয়।
✔️Past Participle, Adjective হিসেবে বসে।
যেমনঃ
- America is a developed country.
আমেরিকা একটি উন্নত দেশ।
- It is a broken chair.
ইহা একটি ভাঙা চেয়ার
- He lives in a rented house.
সে একটি ভাড়া বাড়িতে বাস করে।
- It is a written report.
এটা একটি লিখিত রিপোর্ট
- He is a married man.
তিনি একজন বিবাহিত ব্যক্তি।
👉Note: Feel, felt, find, found, keep, kept, hear, heard, notice, noticed, see, saw, smell, smelt, watch, watched, ইত্যাদি verb গুলোর পরে Object+ Present Participle বসে।
যেমন:
- I heard her singing a song.
- I smelt something burning.
Past participle এর ব্যবহার
✔️Verb এর Perfect Tense গঠন করতে Past participle বসে।
যেমন:
- I have done the work.
- He has written a book.
✔️Passive voices গঠন করতে Verb -এর Past participle form বসে।
যেমন:
- English is taught here.
- Mobile phone is made in China.
✔️Having, being, to be, has, have, had ইত্যাদির পর গঠন করতে Verb – এর Past participle form বসে।
যেমন:
- Having seen the dog, he ran away.
✔️Adjective হিসাবে Verb-এর Past participle form বসে।
যেমন:
- America is a developed country.
- It is a broken chair.
✔️Plural common noun হিসাবে Verb-এর Past participle form বসে।
যেমন:
- The educated are honored everywhere.
- The retired are asset for any country.
✔️Noun এর শেষে ‘ed’ যুক্ত হয়ে Adjective হয়।
যেমন:
- He is a kind hearted man.
- He is a noble minded man.
✔️Relative noun এর পরিবর্তে Verb-এর Past participle form বসে।
যেমন:
- The car made in Japan is working well.
- The mobile phone made in China is cheap.
➡️Perfect Participle কাকে বলে?
Perfect participle (Having +Verb এর Past participle)
Present Participle এর স্থলে Perfect Participle ব্যবহার করা যায় যখন একই বাক্যে একই কর্তা একটি কাজ শেষ হওয়ার সাথে সাথে আর একটি কাজ করে। যেমন-
Having finished the work, he went to the field.
Having failed twice, he didn’t want to try again.
Having gone through the instructions, he snatched up the fire extinguisher.
👉Verb এর Past participle এর পূর্বে ‘having’ যুক্ত হয়ে একই সাথে Verb ও Adjective-এর কাজ করে।
Perfect participle এর কিছু উদাহরন
- Having finished the work, I went home.
কাজটি শেষ করে আমি বাড়িতে গেলাম।
- Having seen him, I became astonished.
তাকে দেখে আমি অবাক হলাম
- Having gone there, I saw him.
সেখানে গিয়ে আমি তাকে দেখলাম
- Having boiled water, we drank.
পানি সিদ্ধ করে আমরা পান করি।
- Having written the letter, I posted.
আমি চিঠিটি লিখে পোস্ট করেছিলাম।
the blogpost is so useful
Thanks
Heda
Thank you very much