Voice কাকে বলে?
Voice এর সাধারণ অর্থ কন্ঠস্বর। কিন্তু ইংরেজি ব্যাকরণে একে ‘বাচ্য” বলা হয়। বাক্যের Subject কোনাে কাজ নিজে করে বা অন্যের কাজ তার উপর এসে পড়েছে তা বােঝাতে Verb-এর যে form ব্যবহার করা হয় তাকে Voice বলে। অর্থাৎ, Verb-এর প্রকাশ ভঙ্গিকেই Voice বলে।
Voice কত প্রকার?
Voice দুই প্রকার। যথা:
- Active Voice
- Passive Voice
Active Voice:
যে বাক্যে Subject নিজে সক্রিয় বা active হয়ে কোনাে কাজ সম্পন্ন করে বােঝায় তাকে Active Voice বলে। যেমন-
I write a letter. (আমি একটি চিঠি লিখি ।)
ব্যাখ্যা: উপরের বাক্যটিতে Subject ‘I’ নিজে কাজটি সম্পন্ন করে। এখানে Subject সক্রিয় বা active রয়েছে। অতএব বাক্যটি Active Voice.
Passive Voice:
যে বাক্যে Subject নিজে নিষ্ক্রিয় বা inactive থাকে কিন্তু অন্যের কাজ তার উপর এসে পড়েছে বা অন্যের দ্বারা কাজটি করায় বােঝায় তাকে Passive Voice বলে। যেমন-
A letter is written by Inc. (একটি চিঠি আমার দ্বারা লিখিত হয়।)
ব্যাখ্যা: উপরের বাক্যটিতে subject ‘A letter’ নিজে কাজটি সম্পন্ন করে না বরং কাজটি ‘me’ দ্বারা সম্পন্ন করে। এখানে। Subject নিজে নিষ্ক্রিয় বা inactive রয়েছে। অতএব বাক্যটি Passive Voice.
Active Voice ও Passive voice চেনার সহজ উপায়: Tense এর স্বাভাবিক structure গুলােই হচ্ছে Active voice এর structure. অর্থাৎ Active Voice-এর ক্ষেত্রে Verb সবসময় Tense-এর নিয়ম অনুযায়ী বসবে। কিন্তু Passive Voice-এর ক্ষেত্রে /Auxiliary Verb-এর পরে বাক্যের মূল Verb হিসেবে সবসময় Verb-এর Past Participle form বসবে। নিচে বাক্যগুলাে একটু খেয়াল করুন-
I write a letter.
A letter is written by me.
উপরের প্রথম বাক্যটি Present Indefinite Tense-এ আছে। আর Present Indefinite Tense-এর নিয়ম অনুযায়ী subject-এর পরে মূল Verb-এর Present form বসেছে। অতএব বাকটি Active Voice দ্বিতীয় বাক্যটিও Present Indefinite Tense-এ আছে; কিন্তু সেটি Passive হিসেবে। দেখুন, বাক্যটিতে ‘is’ Auxiliary Verb হিসেবে আছে। এটি Present Continuous Tense-এর Auxiliary Verb. Present Continuous Tense-এর নিয়ম অনুযায়ী Auxiliary Verb-এর পরে মূল Verb-এর শেষে ‘ing’ থাকতে হবে (যেমন: He is writing a letter.) । কেননা আমরা জেনেছি, কোনাে Continuous Tense-এর Auxiliary Verb পরে মূল verb-এর শেষে ‘ing’ না থাকলে সেটি কখনােই Continuous Tense হতে পারে না। কিন্তু দ্বিতীয় বাক্যটিতে Auxiliary Verb-এর পরে মূল Verb-এর Past Participle form বসেছে। অতএব বাক্যটি Passive Voice.
Active Voice থেকে Passive Voice-এ change করার basic নিয়ম:
Active Voice এর object-কে Passive Voice-এর subject বানাতে হবে। Tense অনুযায়ী Auxiliary Verb বসবে। Active voice-এর মূল Verb-এর Past Participle form বসবে। Appropriate Preposition বসবে। Active Voice-এর subject-এর objective form বসবে।
অর্থাৎ, Active Voice-এর object + Auxiliary Verb + মূল Verb-এর Past Participle form + Appropriate Preposition + Active Voice-এর subject.
এখানে উল্লেখ্য যে, কোনাে বাক্যের subject সাধারণ বাক্যের একদম প্রথমে বসে। Active Voice-এর মূল Verb-এর পরপরই সাধারণ Active Voice-এর object থাকে, যাকে Passive Voice-এর subject বানানাে হয় এবং Appropriate Preposition হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে by বসে; কিন্তু সবসময় by বসবে এমন কোনাে কথা নেই। নিচে বাক্যগুলাে খেয়াল করুন-
I write a letter. (Active Voice)
A letter is written by me. (Passive Voice)
ব্যাখ্যা: উপরের প্রথম বাক্যটিতে একদম প্রথমে বসেছে ‘I’. অতএব, উক্ত বাক্যের Subject হলাে ‘I’. এখানে Subject ‘I’-এর পরে write হলাে উক্ত বাক্যের মূল Verb. মূল Verb-এর পরপরই a letter শব্দটি বসেছে। অতএব, উক্ত বাক্যের object হলাে a letter.
Passive Voice-এ পরিবর্তন করার সময় Active Voice-এর object ‘a letter’-কে Subject বানানাে হয়েছে। Tense অনুযায়ী Auxiliary Verb ‘is’ বসেছে। Active Voice-এর মূল Verb ‘write’-এর Past Participle form ‘written’ বসেছে। Appropriate Preposition হিসেবে by বসেছে। এবং সর্বশেষ Active Voice-এর subject ‘I’-এর objective form ‘me’ বসেছে। Voice Change করতে Tense-এর স্বাভাবিক Structure এবং Passive Voice-এর ক্ষেত্রে Tense-এর Structure গুলাে ভালােভাবে মনে রাখতে হবে। এখানে Common Structure গুলাে উদাহরণসহ আলােচনা করা হলাে:
Tense | Active Structure | Passive Structure |
---|---|---|
Present Indefinite |
Sub. + Verb + Obj. I eat rice. |
Sub. + am/is/are+ v-এর pp (+by+obj) Rice is eaten by me. |
Present Continuous |
Sub.+ am/is/are + v-ing + Obj. I am eating Rice. |
Sub. + am being/is being/are being + v-এর pp(+by+obj) Rice is being eaten by me. |
Present Perfect |
Sub. + have/has + V-এর pp + Obj. I have eaten rice. |
Sub + have been/has been + v-এর pp (+by+obj) Rice has been eaten by me. |
Past Indefinite |
Sub. + v-এর past form + Obj. I ate rice. |
Sub. + was/were + v.এর pp (+by+obj) Rice was eaten by me. |
Past Continuous |
Sub.+ was/were + v-ing + Obj. I was eating Rice. |
Sub. + was being/were being + v-এর pp (+by+obj) Rice was being eaten by me. |
Past Perfect |
Sub. + had + V-এর pp + Obj. I had eaten rice. |
Sub. + had been + v.4 pp(+by+obj) Rice had been eaten by me. |
Future Indefinite |
Sub. + shall/will+ Verb + Obj. I shall eat rice. |
Sub. + shall be/will be+ v-এর pp (+by+obj) Rice will be eaten by me. |
Future Continuous |
Sub.+ shall be/will be + v-ing +Obj I shall be eating Rice. |
Sub + shall be being/will be being + V-এর pp (+by+obj) Rice will be being eaten by me. |
Future Perfect |
Sub. + shall have/will have + V-এর pp + Obj. I shall have eaten rice. |
Sub. + shall have been/will have been + V-এর PP (+by+obj) Rice will have been eaten by me. |
➡️Modal Auxiliaries তথা Can, could, may, might, must, would, should, ought to, used to ইত্যাদি Passive Voice করার সময় পরিবর্তিত হয় না। এসব Modal Auxiliaries-কে Passive Voice শেষে শুধু be যুক্ত করতে হয়। যেমন:
Active: I can do it.
Passive: It can be done by me.
Active: I may love him.
Passive: He may be loved by me.
Active: 1 ought to call you.
Passive: You ought to be called by me.
➡️‘be going to’ একটি Modal তাই Passive করার সময় going to এর কোনাে পরিবর্তন হয় না। Modal Auxiliaries-এর মতাে স্বাভাবিক নিয়মে এর সাথে be যুক্ত হয় এবং be এর পরে মূল Verb টি Past Participle করে Passive করা হয়।
Active: He is going to open a shop.
Passive: A shop is going to be opened by him.
➡️Active Voice কে Passive করার সময় সবসময় by বসে না; বরং by এর পরিবর্তে অন্যান্য Preposition যেমন to, at, with, in ইত্যাদি বসতে পারে। সাধারণত Verb ভেদে বিভিন্ন Preposition বসে। বিভিন্ন Verb যে সব Preposition গ্রহণ করে তার একটি তালিকা নিচে দেয়া হলাে:
Verb | by এর পরিবর্তে যা বসে |
---|---|
Satisfied, pleased, disgusted, bothered, annoyed, seized | with |
Surprised, wondered, astonished, amazed, marvelled, alarmed, shocked, disappointed | at |
Contained, embodied, interested | in |
Known | to |
Worried | about |
Active: I know him.
Passive: He is known to me.
Active: The student satisfied the teacher.
Passive: The teacher was satisfied with the student.
Active: They pleased us all.
Passive: We all were pleased with them.
Active: The news will shock you.
Passive: You will be shocked at the news
➡️কোনাে Active Voice-এ Double object থাকলে করার সময় যে কোনাে একটি বানালেই হয়। তবে এই ক্ষেত্রে বাড়তি ঝামেলা এড়ানাের জন্য Active Voice-এর মূল Verb-এর পরপরই যে object থাকে, তাকে Passive voice-এর subject বানানােই শ্রেয়। যেমন-
I gave him a book. (Active Voice)
He was given a book by me. (Passive Voice)
অথবা, A book was given to him by me. (Passive Voice)
➡️কোনাে Active Voice-এর object যদি Reflexive Pronoun হয়, Passive Voice-এ পরিবর্তন করার সময় Active Voice-এর Subject ও Object-এর কোনাে পরিবর্তন না, যে যার যার অবস্থানে থাকে। যেমন-
Active Voice: He killed himself.
Passive Voice: He was killed by himself.
Active Voice: I go myself.
Passive Voice: I am gone by myself.
➡️Active verb এর কর্তা যদি people, one, someone, somebody, everybody ইত্যাদি সাধারণ বা অনির্দিষ্ট ব্যাক্তি হয় তাহলে Passive করার সময় তাদেরকে by সহ লেখা যাবে না।
Active: People always remember the patriots.
Passive: The patriots are always remembered.
➡️বাক্যে ক্রিয়ার কর্তা দেয়া না থাকলে Passive থেকে Active করার সময় একটি সুবিধাজনক কর্তা যেমন- someone, somebody, people, the authority ইত্যাদি ধরে নিতে হবে। যেমন:
Passive: English is spoken all over the world.
Active: People speak English all over the world.
Passive: My pen has been stolen.
Active: Someone has stolen my pen.
Passive: A promise should be kept.
Active: One should keep one’s promise.
➡️Who যুক্ত Interrogative Sentence এর Passive Structure হলো: By whom + Auxiliary (Tense অনুযায়ী) + sub + vpp?
[Note: দুটি Auxiliary থাকলে একটি Subject এর আগে ও অপরটি Subject এর পরে বসে]
Active: Who has broken the glass?
Passive: By whom has the glass been broken?
➡️Whom যুক্ত Interrogative Sentence এর Passive Structure হলো: Who + Auxiliary (Tense অনুযায়ী) + vpp + by + obj?
Active: Whom do you want? Passive: Who is wanted by you?
কিন্তু অন্যান্য WH- question word যেমন- Where, when, why, what bota et Passive Voice-এ অপরিবর্তিত থাকে। যেমন-
Active: Where did you see him?
Passive: Where was he seen by you?
Active: When will you know it?
Passive: When will it be known to you?
Active: What do you want?
Passive: What is wanted by you?
➡️মূল Verb দ্বারা শুরু হওয়া Imperative Sentence এর Passive Structure হলো: Let + Obj + be + vpp. যেমন:
Active: Do the work.
Passive: Let the work be done.
➡️Do not যুক্ত Imperative Sentence এর Passive Structure: Let not + Obj + be + vpp. যেমন:
Active: Do not shut the door.
Passive: Let not the door be shut.
➡️Active Voice কে Passive Voice রুপান্তরিত করার সময় কখনও Factitive(প্রয়োজক) object কে Subject রুপে ব্যবহৃত করা যাবে না। এ সকল Sentence- এর ক্ষেত্রে Verb এর পর যাহা থাকিবে, তাহাই Object হিসাবে ধরিতে হবে। যেমন:
Active: We made him captain.
Passive: He was made captain by us.
➡️Let + ব্যক্তিবাচক Obj দ্বারা বাক্য শুরু হলে তার Passive Structure হবে: Let + বস্তুবাচক Obj + be + vpp + by + ব্যক্তিবাচক Obj. যেমন:
Active: Let me do the sum.
Passive: Let the sum be done by me.
➡️Never যুক্ত Imperative Sentence এর Passive Structure হলো: Let not + Obj + ever + be + vpp
Active: Never tell a lie.
Passive: Let not a lie ever be told.
অথবা, Let a lie never be told.
➡️Sentence এর Varb টি যদি Phrasal verb হয় তাহলে তার সাথে সংযুক্ত Preposition সবসময় verb সাথে সাথে থাকবে।
Active: Take care of your health.
Passive: Let your health be taken care of.
Active: All of his laughed at him.
Passive: He was laughed at by all of his friends.
➡️Nobody যুক্ত Present Indefinite Tense কে Active voice থেকে Passive Voice করার নিয়ম: Object-কে Subject + am/is/are + not + verb এর past participle form + by anybody.
Active: Nobody trusts a traitor.
Passive: A traitor is not trusted by anybody.
➡️Voice যদি Right form of verb আকারে আসে তাহলে verb-টি Active না Passive হবে তা নির্ভর করে Agent বা ক্রিয়ার কর্তা বা কার্যসম্পাদনকারীর উপর। Agent যদি বাক্যের subject এ উল্লেখ না থাকে তাহলে verb টি Passive হবে। অপরদিকে Agent যদি বাক্যের subject এ উল্লেখ থাকে তাহলে verb-টি Active voice হবে।
১। Wars ___ by human greed.
(a) caused, (b) are causing, (c) are caused, (d) causing. Ans: c
২। A new house____at the corner of the road.
(a) been built, (b) is being built, (c) is building, (d) building. Ans: b
[Note: Agent: ক্রিয়ার কর্তা বা কার্যসম্পাদনকারীকে Agent বলা হয়।
Thanks