What about/How about – এর ব্যবহার
Spoken English এর ক্ষেত্রে What about এবং How about – এর ব্যাপক ব্যবহার হয়ে থাকে। তাই এর ব্যবহার করে Sentence Making করতে শিখুন। নীচের উদাহারন গুলো দেখুন:
What about a cup of tea?
(এক কাপ চা খেলে কেমন হতো?)
[বিঃ দ্রঃ এখানে লক্ষ্যণীয় যে, খাওয়ার ইংরেজি ব্যবহৃত হচ্ছে না অর্থাৎ চা খেলে কেমন হয়’—এখানে ‘খেলে’ শব্দের ইংরেজি ব্যবহার হচ্ছে না। Spoken English-এর ক্ষেত্রে এ রকম সংক্ষিপ্ত ব্যবহার প্রায়ই লক্ষ্যণীয় । ]
What about watching TV this evening?
(আজ বিকেলে টিভি দেখলে কেমন হত?)
How about arranging a picnic next week?
(আগামী সপ্তাহে একটি পিকনিকের আয়োজন করলে কেমন হত?)
[বিঃ দ্রঃ How about/What about-এর পর যে কোনো verb আসলে উক্ত verb-এর সঙ্গে ing যোগ করতে হবে। about যেহেতু preposition আর আমরা জানি, যে কোনো preposition-এর পর যে কোনো verb আসলে উক্ত verb-এর সঙ্গে ing যোগ করতে হবে।]
How about not phoning mum today?
(আজকে মামকে ফোন না করলে কেমন হত?)
What about taking your lunch with us?
(আমাদের সাথে দুপুরের খাবার খেলে কেমন হত?)
How about not going to school today?
(আজ স্কুলে না গেলে কেমন হত?)
How about another cup of tea?
(আর এক কাপ চা খেলে কেমন হত?)
How about not talking to him?
(তার সাথে কথা না বললে কেমন হত?)
How about letting him steal my pen?
(তাকে আমার কলমটি চুরি করতে দিলে কেমন হত?)
How about making his brother foolish?
(তার ভাইকে বোকা বানালে কেমন হত?)
How about playing cards today?
(আজকে তাস খেললে কেমন হত?)
How about Lending them some money?
(তাদেরকে কিছু টাকা ধার দিলে কেমন হত?)